• ঢাকা
  • শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৬ অক্টোবর, ২০২১

রাজবাড়ী জেলা আ.লীগের সম্মেলন সভাপতি জিল্লুল হাকিম, সাধারণ সম্পাদক কাজী ইরাদত

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ দীর্ঘ ৬ বছর পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জিল্লুল হাকিম পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী ইরাদত আলী। আগামী তিন বছরের জন্য তাঁদেরকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

শনিবার রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতি প্রেসিডিয়াম সদস্য কর্ণেল ফারুক খান এমপি তাঁদের নাম ঘোষণা করেন। এছাড়া ওই মঞ্চ থেকে চারজন সহ সভাপতি এবং একজন যুগ্ম সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

চারজন সহ সভাপতি হলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, রাজবাড়ী জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এবং রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী। যুগ্ম সম্পাদক হিসেবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলী নেতা শেখ সোহেল রানা টিপুর নাম ঘোষণা করা হয়।

দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগের সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত নেতা মীর্জা আজম এমপি। এ সম্মেলনে সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে ছয়জন প্রার্থী ছিলেন। সম্মেলন উদ্বোধন করেন ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্ণেল (অবঃ) ফারুক খান, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ প্রমুখ। সম্মেলেনে সভাপতিত্ব করেন রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য  ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর