• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ৭ অক্টোবর, ২০২১

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে গোয়ালন্দ পৌরসভার হিন্দু ধর্মালম্বীদের মাঝে চাউল বিতরণ

অনলাইন ডেস্ক
হেলাল মাহমুদ, গোয়ালন্দঃ আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ টি ওয়ার্ডের অসহায়, দরিদ্র পাঁচ শতাধিক মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে গোয়ালন্দ পৌর ভবনের নীচ তলায় এ চাউল  বিতরণ করা হয়।

চাউল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, ডাস বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র ফজলুল হক, মো. নিজাম উদ্দিন সেখ সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রাথমিক অবস্থায় ৯টি ওর্য়াডের  পাঁচ শতাধিক হিন্দু নারী ও পুরুষ মানুষের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য মানুষের মধ্যে চাউল বিতরণ করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর