নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস মোল্লাকে (৪০) দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুর যৌথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে বহিস্কারের ঘোষনায় করা হয়।
জুলহাস মোল্লার বিরুদ্ধে ঢাকাগামী প্যণবাহী পরিবহন থেকে চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকা, দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগ উঠেছে। এছাড়া দৌলতদিয়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড যুবলীগের নেতাদের অনস্থার বিষয়টিও অভিযোগে আনা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে জুলহাস মোল্লার দাবী, অগঠনতান্ত্রিকভাবে তাঁকে বহিস্কারের ঘোষণা দেয়া হয়েছে। এর আগে এ সংক্রান্ত সর্তকীকরন বা কারণ দর্শানোর কোন নোটিশ দেওয়া হয়নি। এ ধরনের অভিযোগের কোন ভিত্তি নেই।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস মোল্লার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগ এনে ইতোপূর্বে ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড নেতৃবৃন্দ অনাস্থা এনেছে। তাঁর বিরুদ্ধে ঢাকাগামী বিভিন্ন ধরনের পণ্যবাহী পরিবহন থেকে চাঁদাবাজি, দৌলতদিয়া যৌনপল্লিতে বাড়ি থাকা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গোয়ালন্দ উপজেলা যুবলীগ সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা বলেন, কেন্দ্রীয় যুবলীগের ভিশন বাস্তবায়নে জুলহাস মোল্লাকে বহিস্কার করা হয়েছে। যুবলীগ করে কেউ কোন অন্যায় কাজে জড়িত থাকতে পারবেনা। তাঁর বিরুদ্ধে ইউনিয়ন যুবলীগের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ অনাস্থা এনেছ। যৌনপল্লিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। দৌলতদিয়া দিয়ে পার হওয়ার সময় ঢাকাগামী মুরগির গাড়িসহ পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি করতো। দৌলতদিয়া যৌনপল্লিতে বাড়ি, নারী ব্যবসা, নিয়মিত মাদক সেবনের মতো অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মৌখিকভাবে সতর্ক করে চলার অনুরোধ করলেও কর্ণপাত করেননি। ফলে শুক্রবার সকালে তাঁর (ইউনুস মোল্লা) ব্যক্তিগত কার্যালয়ে জরুরি সিদ্ধান্ত নিয়ে বিকেলেই সাময়িকভাবে বহিস্কার করা হয়।
অভিযুক্ত জুলহাস মোল্লা বলেন, বহিস্কারের বিষয়ে তাঁকে কোন পত্র দেয়ো হয়নি। অভিযোগ সর্ম্পকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়নি। অগঠনতান্ত্রিক উপায়ে উদ্দেশ্যে প্রণোদিতভাবে বহিস্কারের কথা জানিয়েছে। যে ধরনের অভিযোগ আনা হয়েছে এর কোন ভিত্তি নেই। যৌনপল্লিতে যদি আমার বাড়ি বা ব্যবসা থাকে তাহলে তারা দেখিয়ে যাক। বরং আমি বলতে পারি উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস মোল্লা জলমহালের নামে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছিল। আরো কয়েকজনের কাছ থেকেও টাকা নিয়েছে। ওই টাকা চাইতে গেলে না দিয়ে তালবাহানা করছে। আমি যাতে টাকা না চাই এ কারনে অভিযোগ এনেছে। বিষয়টি জেলা যুবলীগ নেতৃবৃন্দকে জানিয়েছি। তারা আগামী ২২ সেপ্টেম্বরের সভায় প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।
টাকা নেয়ার প্রসঙ্গে উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা বলেন, টাকা নেওয়ার বিষয় আগে কখনো শুনিনি। বহিস্কার হলে নানা ধরনের কথা উঠবে এটাই স্বাভাবিক। জুলহাল মোল্লা বহিস্কারের বিষয় শনিবার জেলা নেতৃবৃন্দকে পত্র দিয়ে জানানো হবে।