বিপ্লব বিশ্বাস, বালিয়াকান্দিঃ বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭২ বছর পর অবশেষে নিজস্ব ঠিকানা পেলো রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আওয়ামী লীগ। রোববার বিকেলে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। উদ্বোধন অনুষ্ঠান শেষে নব গঠিত উপজেলা আওয়ামী লীগের কমিটির প্রথম সভায় তিনি অংশগ্রহন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জিল্লুল হাকিম বলেন, পাংশা ও কালুখালী উপজেলায় দলীয় অফিস থাকলেও বালিয়াকান্দিতে ছিলো না। বালিয়াকান্দিতে আমরা যাযাবর ছিলাম। আমাদের কোন স্থায়ী ঠিকানা ছিলো না। সবার প্রচেষ্টায় আজ আমরা একটি অফিস পেলাম।
এ সময় তিনি নব গঠিত কমিটির উদ্দেশ্যে বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিবেন আমরা সেই পথেই সবাই চলবো। নেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কমিটি যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে কাজ করতে হবে। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে দেশী ও আন্তর্জাতিক যে ষড়যন্ত্র চলছে তা মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে নবগঠিত কমিটির সকল সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।