নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার দ্বিতীয় ডোজের গণটিকা নিতে আসা নানা বয়সী মানুষের ভিড় পড়ে। বিশ্রাম নেওয়ার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় এসব মানুষকে দুর্ভোগে পড়তে হয়। বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে টিকার জন্য বাড়তি দুর্ভোগ শিকার করে অপেক্ষা করতে হয়।
গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে গণটিকা নিতে ছুটে এসেছেন অনেকে। টিকা প্রদানের কক্ষের বাইরে বারান্দায় দুটি বেঞ্চ থাকলে তাতে কিছু মানুষ বসার সুযোগ পান। কোথাও বসার মতো জায়গা না থাকায় এক-দুই ঘন্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। নারী-পুরুষ ঠাসাঠাসি করে একজন আরেকজনের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় বয়স্ক বৃদ্ধ নারী-পুরুষকে বাড়তি দুর্ভোগ পোহাতে দেখা যায়। টিকা কক্ষের বাইরে নিবন্ধন ঠিক আছে কি না যাচায়ের জন্য বাইরেও ছিল ভিড়।
দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি গ্রাম থেকে টিকা নিতে এসেছেন বয়স্ক জব্বার শেখ (৬৭)। তিনি আগেভাগে টিকা নিবেন বলে সকাল ৯টার দিকে হাসপাতালে আসেন। এসেই দেখেন লম্বা লাইন তৈরী হয়েছে। তিনিও লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন। কয়েক দফা বৃষ্টি হওয়ায় লাইন ভেঙে গেলে সবাই বারান্দায় গাদাগাদি করে অবস্থান নেন। পরে আবার লাইন হলে তিনি সবার ধাক্কায় পিছনের দিকে চলে যান। প্রায় আড়াই ঘন্টা পর বেলা সাড়ে ১১টার দিকে তিনি টিকা নিতে সক্ষম হন।
এসময় জব্বার শেখ বলেন, এর আগে দেবগ্রাম ইউনিয়নে গিয়ে গণটিকা প্রদান করা হয়েছিল। ওই সময় কেন্দ্রে গেলেও প্রচুর ভিড় থাকায় আমরা কয়েকজন ফিরে গেছিলাম। মঙ্গলবার হাসপাতালে এসেও ভিড়ের সম্মুখিন হয়। কি আর করার অনেকক্ষণ অপেক্ষা করে প্রথম ডোজ টিকা নিতে পারলাম।
দৌলতদিয়া থেকে আলমগীর হোসেন (৩০) নামের এক তরুন নিবন্ধনের রেজিষ্ট্রেশন করে মঙ্গলবার গণটিকা নিতে চলে আসেন হাসপাতালে। নিবন্ধন যাচাই বাছাইয়ের দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মীরা তাকে সাফ জানিয়ে দেন মুঠোফোনে টিকা নেয়ার ম্যাসেজ না দেখাতে পারলে কোনভাবেই টিকা নেওয়া সম্ভবনা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, মঙ্গলবার হাসপাতালে প্রায় এক হাজার মানুষের সিনোফার্মা ও কোভিসিল্ড গণটিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে বেলা আড়াইটা পর্যন্ত সিনোফার্মা ৩০০ এবং কোভিসিল্ড ৫ শতাধিক দেয়া হয়েছে। দেবগ্রাম ইউনিয়ন পরিষদ কেন্দ্রে সিনোফার্মার দ্বিতীয় ডোজ চলছে। দুপুর পর্যন্ত ৩৫০ জনের মতো দেয়া হয়েছে। এর আগে প্রথম ডোজ ৪৯৬ জনকে দেওয়া হয়েছিল।
আসিফ মাহমুদ বলেন, আগামীকাল বুধবার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, বৃহস্পতিবার ছোটভাকলা ইউনিয়ন পরিষদ এবং শনিবার উজানচর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে দ্বিতীয় ডোজ গণটিকা প্রদান করা হবে। হাসপাতালে পর্যাপ্ত জায়গা না থাকায় বিশ্রামের ব্যবস্থা করা সম্ভব হয়নি বলে তিনি দাবী করেন।