Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

পদ্মার ১৬ কেজির কাতলা বিক্রি হলো ৩০ হাজারে

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২১, ১০:১৮ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে স্থানীয় জেলে কালিদাস হালদারের জালে ১৬ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। সোমবার ভোররাতে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে অবস্থিত শাহজাহান শেখের মৎস্য আড়তে আনা হলে তিনি ১হাজার ৭৫০ টাকা কেজি দরে  ২৮হাজার টাকায় কিনে নেন।

স্থানীয় মৎস্য জীবিরা জানান, রোববার রাতে জেলে কালিদাস হালদার বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ায় জাল ফেলে। রাতে তেমন ভালো কোন মাছ পাননি। ফলে কালিদাস হালদারের সাথে থাকা সহযোগীরা অনেকটা হতাশ হন। রাত শেষে সোমবার (০৬ সেপ্টেম্বর) ভোরে নৌকার কাছাকাছি আনার পর ঝাকি দিলে দেখতে পান বড় একটা কাতলা জালে ধরা পড়েছে। মাছটি বিক্রির জন্য  সোমবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাট বাজারে আনার পর উম্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে শাহজাহান শেখ কিনে নেন।

শাহজাহান শেখ বলেন, মাছটি আনার পর ওজন দিয়ে দেখেন প্রায় ১৬ কেজি হয়েছে। পরবর্তীতে অন্যদের সাথে তিনিও নিলামে অংশ নেন। এসময় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১৭৫০ টাকা কেজি দরে কিনে নেন। পরে বিভিন্ন পরিচিতদের সাথে যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ১ হাজার ৯০০ টাকা কেজি দরে ৩০হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

শাহজাহান শেখ বলেন, এর আগে গত শনিবার ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মানিকগঞ্জের হরিরামপুর এলাকার জেলে কাইয়ুম হালদারের জালে প্রায় ২২ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি তিনি ২ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে কামরুল ইসলাম নামের ঢাকার কাঁচপুর এলাকার শিল্পপতির কাছে ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৬১ হাজার টাকায় বিক্রি করেন। এতে তার বেশ লাভ হয়।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, এখন নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাস সহ নানান মাছ পাওয়া যাবে। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি