Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

পদ্মা নদীর পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২১, ৮:৩৪ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় ৮ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৩ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।

গোয়ালন্দ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হিসেবে ভাগ্যকূল গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীতে আরো ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। নতুন করে পানি বৃদ্ধির ফলে বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে।

গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল জানান, প্রথম দফায় পানি বেড়ে থেমে যাওয়ার পর দ্বিতীয় দফায় আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। এতে করে নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। সর্বশেষ পানি বন্দী এবং বন্যা কবলিতদের সঠিক তথ্য প্রদানের জন্য উপজেলার উজানচর, দেবগ্রাম, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়েছে। ইতিমধ্যে বন্যা কবলিত প্রায় ২ হাজার পরিবারের জন্য সাড়ে ১৯ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, দ্বিতীয় দফায় উপজেলার উজানচর ইউনিয়নে আরো ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর আগে ৩০০ পরিবার পানিবন্দী ছিল। সে হিসেবে ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দেবগ্রাম ইউনিয়নে দ্বিতীয় দফায় আরো ৬০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এর আগে আরো ৬০০ পরিবার পানিবন্ধী ছিল। সবমিলে এই ইউনিয়নের ১২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

এছাড়া দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নতুন করে তথ্য প্রদান করেননি। তবে আগের থেকে দ্বিগুন সংখ্যক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর আগে প্রথম দফায় ৮০০ পরিবার পানিবন্দী ছিল। ছোটভাকলা ইউনিয়নে নতুন করে ২০০ পরিবার এবং আগে ছিল আরো ২৫০ পরিবার। সবমিলে ৪৫০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি