১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পদ্মা নদীর পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় ৮ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৩ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।

গোয়ালন্দ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হিসেবে ভাগ্যকূল গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীতে আরো ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। নতুন করে পানি বৃদ্ধির ফলে বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে।

গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল জানান, প্রথম দফায় পানি বেড়ে থেমে যাওয়ার পর দ্বিতীয় দফায় আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। এতে করে নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। সর্বশেষ পানি বন্দী এবং বন্যা কবলিতদের সঠিক তথ্য প্রদানের জন্য উপজেলার উজানচর, দেবগ্রাম, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়েছে। ইতিমধ্যে বন্যা কবলিত প্রায় ২ হাজার পরিবারের জন্য সাড়ে ১৯ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, দ্বিতীয় দফায় উপজেলার উজানচর ইউনিয়নে আরো ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর আগে ৩০০ পরিবার পানিবন্দী ছিল। সে হিসেবে ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দেবগ্রাম ইউনিয়নে দ্বিতীয় দফায় আরো ৬০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এর আগে আরো ৬০০ পরিবার পানিবন্ধী ছিল। সবমিলে এই ইউনিয়নের ১২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

এছাড়া দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নতুন করে তথ্য প্রদান করেননি। তবে আগের থেকে দ্বিগুন সংখ্যক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর আগে প্রথম দফায় ৮০০ পরিবার পানিবন্দী ছিল। ছোটভাকলা ইউনিয়নে নতুন করে ২০০ পরিবার এবং আগে ছিল আরো ২৫০ পরিবার। সবমিলে ৪৫০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশি করে যাত্রীদের মালামাল ছিনিয়ে নিত তারা

পদ্মা নদীর পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

পোস্ট হয়েছেঃ ০৮:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় ৮ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৩ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।

গোয়ালন্দ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হিসেবে ভাগ্যকূল গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীতে আরো ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। নতুন করে পানি বৃদ্ধির ফলে বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে।

গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল জানান, প্রথম দফায় পানি বেড়ে থেমে যাওয়ার পর দ্বিতীয় দফায় আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। এতে করে নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। সর্বশেষ পানি বন্দী এবং বন্যা কবলিতদের সঠিক তথ্য প্রদানের জন্য উপজেলার উজানচর, দেবগ্রাম, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়েছে। ইতিমধ্যে বন্যা কবলিত প্রায় ২ হাজার পরিবারের জন্য সাড়ে ১৯ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, দ্বিতীয় দফায় উপজেলার উজানচর ইউনিয়নে আরো ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর আগে ৩০০ পরিবার পানিবন্দী ছিল। সে হিসেবে ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দেবগ্রাম ইউনিয়নে দ্বিতীয় দফায় আরো ৬০০ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এর আগে আরো ৬০০ পরিবার পানিবন্ধী ছিল। সবমিলে এই ইউনিয়নের ১২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

এছাড়া দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নতুন করে তথ্য প্রদান করেননি। তবে আগের থেকে দ্বিগুন সংখ্যক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর আগে প্রথম দফায় ৮০০ পরিবার পানিবন্দী ছিল। ছোটভাকলা ইউনিয়নে নতুন করে ২০০ পরিবার এবং আগে ছিল আরো ২৫০ পরিবার। সবমিলে ৪৫০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।