ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ আলহাজ্ব কাজী কেরামত আলী। বতর্মানে তিনি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য। জেলার অন্য নেতাদের থেকে একেবারে আলাদা তিনি। অনেকটা সাদামাটা। জেলার জনপ্রিয় এই নেতা রাজবাড়ী-১ আসন থেকে পাঁচ বার সাংসদ নির্বাচিত হয়েছেন। সেই সাথে একবারের শিক্ষা প্রতিমন্ত্রীও ছিলেন।
গত কয়েকদিন ধরে ফেসবুকে তার বাইসাকেল চালানো একটি ছবি ছড়িয়ে পড়ে। ওই ছবিতে দেখা যায় তিনি সাধারণ মানুষের মতো বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হওয়া ওই ছবিতে শেয়ার, লাইক,কমেন্টসের ঝড় উঠে ।
আশরাফ হোসেন নামে একজন ফেসবুক সট্যাটাসে বলেন, সারা বাংলাদেশে এমন একজন এমপি খুজে পাওয়া যাবেনা। সাদামাঠা ভদ্র অত্যন্ত বিনয়ী। রাজবাড়ী-১ আসনের মাননীয় সংসদ সদস্য, গণমানুষের নেতা আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি মহোদয় অনেক ভালোবাসি আপনাকে।
সিরাজুল ইসলাম নামে এক ব্যাক্তি কমেন্ট বক্সে বলেন, একজন সাদা মনের, মিশুক আর নিরহংকারী ভালো মানুষ। শুভকামনা ও ভালোবাসা অফুরান।
আবু বক্কর সিদ্দিক নামে আরেক ব্যাক্তি তার ফেসবুক সট্যাটাসে বলেন, রাজবাড়ী জেলার ৫টি উপজেলা, ৩টি পৌরসভা, ৪২ টি ইউনিয়ন ও ৪০৫ টি ওয়ার্ডের তৃনমূলের প্রিয় মানুষ, সকল নেতা কর্মীদের দুঃসময়ের সারথী। এক জন সাদা মনের নির অহংকারি মানুষ। গোয়ালন্দ ও রাজবাড়ী সকল শ্রেনি পেশার মানুষের ভরসার স্থান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রি আলহাজ্ব কাজী কেরামত আলী এম পি মহোদয়। আপনার জন্য ভালবাসা নিরন্তর।