June 5, 2023, 9:52 am
শিরোনামঃ
‘নেশা’র টাকা জোগাড় করতে না পারায় গোয়ালন্দে যুবকের আত্মহত্যা অর্থ সঙ্কটে রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত একমাত্র ছেলের লাশ আনা নিয়ে দুশ্চিন্তায় পরিবার অর্থ সঙ্কটে রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত একমাত্র ছেলের লাশ আনা নিয়ে দুশ্চিন্তায় পরিবার রক্ষা করা গেল না গোয়ালন্দ বাসষ্ট্যান্ডের সেই বড় দুটি কড়ই গাছ বান্দরবানে নিহত সেনা সদস্যদের মরাদেহ পাংশায় দাফন সম্পন্ন রাজবাড়ীতে নানা বাড়ি বেড়াতে এসে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু পুলিশের উঠান বৈঠকে মাদকের বিরুদ্ধে গোয়ালন্দ ওসির কঠোর হুশিয়ারি গোয়ালন্দে কৃষি উন্নয়ন মেলায় প্রর্শনীতে প্রথম হযেছেন বন্ধুসভার হুমায়ন আহম্মেদ গোয়ালন্দে “ফিটনেস জিম সেন্টার” এর শুভ উদ্বোধন গোয়ালন্দে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

পদ্মার ১৬ কেজির বোয়াল বিক্রি হলো ৩৬ হাজার টাকায়

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ৩০, ২০২১
  • 419 Time View
শেয়ার করুনঃ

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর জেলেদের জালে আটকা ১৬ কেজির এক বোয়াল বিক্রি হয়েছে ৩৬ হাজার ৮০০ টাকায়। সোমবার ভোরের দিকে উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকার জেলে পলাশ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সকালে দৌলতদিয়া ঘাট এলাকার মৎম্য ব্যবসায়ী শাহজাহান শেখ বোয়ালটি কিনে নেন।

স্থানীয় মৎস্যজীবিরা জানান, রোববার দিবাগত রাতে মজলিশপুর এলাকার জেলে পলাশ হালদার তার সঙ্গীদের সাথে করে পদ্মা নদীর মজলিশপুর এবং ফরিদপুর সদর উপজেলার কামরডাঙ্গী এলাকায় জাল ফেলেন। রাত শেষে সোমবার ভোরে জাল তুলতে গিয়ে এক ঝাকিতে বুঝতে পারেন বড় কিছু একটা আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় এক বোয়াল ধরা পড়েছে। দ্রুত মাছটি বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করতে থাকেন দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার ব্যবসায়ীদের সাথে। এ সময় দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্ত্বাধিকারী শাহজাহান শেখ যোগাযোগ করে মাছটি ঘাটে আনতে বলেন। পরে তিনি পাইকারী দর হিসেবে ২২০০ টাকা কেজি দরে মাছটি ৩৫ হাজার ২০০ টাকায় কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, পলাশ হালদার মাছটি পাওয়ার পর তার সাথে যোগাযোগ করতে থাকেন। ফেরি ঘাটে নিয়ে আসতে বললে তিনি ফেরি ঘাটে আনার পর ওজন দিয়ে দেখেন বোয়ালটির ওজন প্রায় ১৬ কেজি হয়েছে। পরে তিনি ফরিদপুরের মুধুখালী এলাকার জালাল আহম্মেদ নামক এক ইটভাটা মালিকের কাছে ২৩০০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।

শাহজাহান শেখ আরো বলেন, এ ধরনের বড় বোয়াল মাছ খুব বেশি একটা ধরা পড়েনা। সাধারণত ৮-১০ কেজি ওজনের বোয়াল মাছ মাঝে মধ্যে পাওয়া যায়। ১৬ কেজি ওজনের পদ্মার বোয়াল খুব কমই ধরা পড়ে। মাছটি পাওয়ার পর জেলে পলাশ হালদার যেমন খুশি হয়েছেন। আমি কিনে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে বিক্রি করায় আমিও খুশি হয়েছি। মাছটি একটি মোটরসাইকেল যোগে মধুখালীতে পাঠানো হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, এ ধরনের বোয়াল মাছ পাওয়াটা এ অঞ্চলের জেলে বা মৎস্যজীবিদের জন্য খুবই সুখের খবর। পদ্মা নদীর পানি কমতে থাকায় আরো বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102