ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধম কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক এর সভাপতিত্বে মত বিনিময় সভায় ইউএনও আজিজুল হক ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বজলুর রহমান খান, মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি আসজাদ হোসেন, সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান, জনকণ্ঠ প্রতিনিধি সফিক শামীম, ভোরের পাতা প্রতিনিধি আবুল হোসেন প্রমূখ। এ ছাড়া এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক উদয় দাস, কুদ্দুস-উল আলম, মোজাম্মেল হক, কামাল হোসেন, মইনুল হক, ফিরোজ আহম্মেদ, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম বাচ্চু, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কৃষ্ণ লাল দাস প্রমূখ উপস্থিত ছিলেন।
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কর্মসূচির আলোকে শনিবার (২৮ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।