• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২১
সর্বশেষ আপডেট : ২৪ আগস্ট, ২০২১

রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

কামাল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে পুলিশ লাইন্স ড্রিলশেডে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান সকল অফিসার ফোর্সদের উপস্থিতিতে জেলা পুলিশের কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে রাজবাড়ী জেলা পুলিশের সকল সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমূহের সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।

সোমবার (২৩ আগষ্ট) মাসিক কল্যাণ সভায় ভাল কাজের স্বীকৃতি স্বরুপ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডাকাতির মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মো. শফিউল আলম, জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে রাজবাড়ী থানার এস.আই হিরণ কুমার বিশ্বাস এবং জেলার শ্রেষ্ঠ বিট অফিসার হিসাবে রাজবাড়ী থানার এস.আই সনাতন কুমার মন্ডলকে পুরস্কার প্রদান ও ফোর্সের কল্যাণে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে আইন-শৃংখলা সংক্রান্ত অপরাধ পর্যালোচনা সভা আয়োজন করা হয়।

এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনিসুজ্জামান সহ সকল থানার অফিসার ইনচার্জ, অফিসার ফোর্সবৃন্দরা।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর