ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বেসরকারী সংস্থা পায়াক্ট বাংলাদেশের উদ্যোগে যৌন কর্মীদের সংগঠন সেক্সওয়ার্কার নেটওয়ার্ক এর আয়োজনে ইউ এন এইডসের সহযোগীতায় অসহায় যৌনকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বেলা ১১টার সময় বেসরকারী সংস্থা পায়াক্ট বাংলাদেশের অফিস চত্বর থেকে অসহায় ১০০ যৌনকর্মীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অসহায় ১০০ জন যৌনকর্মীর প্রত্যেককে ১৫ কেজি চাউল, ৪ কেজি আটা, ১ কেজি ডাউল , ১ কেজি লবন, ৫ কেজি আলু, ২ কেজি, পেঁয়াজ, ১ কেজি সয়াবিন তেল, ২০০ গ্রাম হলুদ, ২০০ গ্রাম মরিচ, ১ টি সাবান, ২০০ গ্রাম সরিষার তেল ও ১ টি করে মাস্ক দেওয়া হয়।
অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফরিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্সওয়ার্কার নেটওয়ার্ক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিয়া বেগম, সেক্সওয়ার্কার নেটওয়ার্কের প্রোগ্রাম সহকারী কর্মকর্তা মো. আরিফুর রহমান সবুজ, বেসরকারী সংস্থা পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মো. মজিবুর রহমান জুয়েল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী, ফিল্ড সুপার ভাইজার শেখ রাজিব, আরিফা খাতুন প্রমুখ।