হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে রাজবাড়ীতে জাতীয় পার্টির এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা জাতীয় পার্টির আয়োজনে- জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারন সম্পাদক মোকছেদুর রহমান মোমিন, সাংগঠনিক সম্পাদক আক্কাছ আলীি বাবু, জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক আজিজুল ইসলাম মন্টু, পৌর সভার সভাপতি আসাদুজ্জমান চাঁদ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবু রতন সরকার প্রমুখ।
প্রধান অতিথি এ্যাড খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, যারা বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল, তারাই ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো বলে জানান এই নেতা। আলোাচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন রাজবাড়ী প্রেসক্লাব জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আব্দুল কুদ্দুছ।