Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতির ওপর হামলার অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ আগস্ট ২০২১, ১০:১৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতির ওপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে শহরের ডা. আবুল হোসেন কলেজে এ হামলার ঘটনা ঘটে। ছাত্র ইউনিয়নের ওই নেতার নাম কাওসার আহমেদ ওরফে রিপন (১৯)। তিনি ডা. আবুল হোসেন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি সদর উপজেলার ধুঞ্চি গ্রামে।

কাওসার আহমেদ বলেন, তিনি দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় কলেজের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ১০ জন তাঁর ওপর হামলা করে। হামলাকারীরা তাকে মারধর করতে করতে ভবনের নিচে নিয়ে আসে। এরপর কলেজের প্রধান ফকটের বাইরে নিয়েও তাঁকে মারধর করা হয়। এরপর হামলাকারীরা ক্যাম্পাস ছেড়ে চলে যায়। হামলাকারীদের মধ্যে সাজ্জাদ হোসেন ওরফে হৃদয় নামে তাঁর এক সহপাঠীকে শনাক্ত করতে পেরেছেন বলে জানান তিনি।

একই কলেজের শিক্ষার্থী অভিযুক্ত সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি কাওসারকে মারধর করি নাই। হামলা দেখতে পেয়ে ঠেকানোর চেষ্টা করেছি। এ সময় কাওসার আঘাত পেয়ে থাকতে পারে। হামলাকারীদের মধ্যে কলেজশিক্ষার্থী ও বহিরাগতরা ছিল। তাঁদের মধ্যে সামি, নিরব ও তাজ নামের তিনজনকে আমি চিনি।’

হামলায় কাওসারের মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ফুলে গেছে। খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্রুত ঘটনাস্থলে আসেন। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ আহমেদ বলেন, হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই সময় হামলাকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোনো অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান বলেন, ‘কলেজশিক্ষার্থীর ওপর হামলার খবর শুনে ছুটে গিয়েছি। তবে হামলাকারীরা তখন কেউ ছিল না। শুনেছি, হামলাকারীদের মধ্যে কলেজের শিক্ষার্থী ও বহিরাগতরা ছিল। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি