নাহিদুল হক আরও বলেন, তাঁর স্ত্রী ইসমাত আরার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাঁকে কল করেছিলেন। স্ত্রীকে নিয়ে তিনি উপজেলায় যাবেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ীতে মোট ৫২টি কেন্দ্রে গণটিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। এর মধ্যে রাজবাড়ী সদর পৌরসভার নয়টি ওয়ার্ডে নয়টি কেন্দ্র, পাংশা পৌরসভায় একটি এবং ৪২টি ইউনিয়নে ৪২টি কেন্দ্র। টিকাদানের লক্ষ্যমাত্রা ২৭ হাজার ৩০০। সকাল নয়টায় শুরু হওয়া টিকাদান কর্মসূচি চলবে বেলা তিনটা পর্যন্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন। তিনি বলেন, ‘দুবার টিকা নেওয়া নারীর শারীরিক অবস্থা ভালো আছে। আশা করছি, তাঁর কোনো সমস্যা হবে না। তাঁর অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।’
রাজবাড়ীতে সর্বশেষ ১০৪টি নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয় ১৭টি। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৯ হাজার ২৫১। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬০৬ জন। মারা গেছেন ৬৮ জন। হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৫১৮ জন। হাসপাতালে ভর্তি ৫৯ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৮৯৮টি।