হেলাল মাহমুদ ও ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ প্রপার হাই স্কুল মাঠে অনু্ষ্ঠিত হয়।
সংকটে, সংগ্রামে নির্ভীক সহযাত্রী এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বিকেল ৬ টায় শুরু হওয়া অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ইউনুস হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুস সালাম সিদ্দিকী, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি আজু শিকদার, বাহাদুর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম প্রমূখ। আলোচকবৃন্দ বেগম ফজিলাতুন নেছা মুজিব এর বিভিন্ন কর্মকান্ড সবার সামনে তুলে ধরেন।
আলোচনা সভা শেষে অবহেলিত দুঃস্থ্য ৬ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সাথে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে হারমোনিয়াম ও তবলা বিতরণ করা হয়।
এদিকে বিকেলে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গোয়ালন্দ বাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহসভাপতি শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল প্রমূখ।