০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

“টিকায় কাম হবি না নে”

শামিম রেজা, রাজবাড়ীঃ টিকায় কাম হবি নানে। মররার সময় হলি টিকা ঠেকাতে পারবি না। আমরা করোনায় ভয় পাই নে । চাষী মানুষ মাঠে ঘাটে কাজ করলি করোনা মরে যায়। এভাবেই কথা গুলো বলছিলো সদর উপজেলার আহলাদীপুর গ্রামের হোসেন শেখ।

সরেজমিন শুক্রবার দুপুরে সদর উপজেলার আহলাদীপুর গ্রামে দেখা যায়, শহরের মানুষ স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব কিছুটা মেনে চললেও গ্রামের মানুষ সেটা মানছে না। সেখানে নিয়ম-নীতির কোনো বালাই নেই। বেশিরভাগ মানুষ করোনা বিষয়ে সচেতন নয়। আর যারা সচেতন তারাও মানছেন না স্বাস্থ্যবিধি। গ্রামের মোড়ে মোড়ে কিংবা হাট-বাজারের চায়ের দোকানে চলছে আড্ডা। মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে মানুষ। মানা হচ্ছে না সামাজিক দূরত্বও।

রহমান প্রামানিক জানায়, আজ পযর্ন্ত মাস্ক পরি নাই। আমাগো করোনায় কিছু হবি না। আল্লাহ্ যে কয়ডাদিন হায়াত দিছে সেই কয়ডা দিন বাইচা থাকমু। সুনলাম কয়দিন পর টিকা দিবো। এহন সাবাই নিলে আমিও নিমু।

বাচ্ছু মোল্লা জানায়, ভাই করোনা শহরে আছে গ্রামে নাই। সকাল বিকাল এভাই আমরা বসে গল্প গুজোব করি। প্রশাসন তো গ্রামে দেখি না আসতে।

আমিরুল ইসলাম জানায়, গ্রামের মানুষ যে ভাবে অসচেতন হয়ে ঘুরে বেড়াচ্ছে এতে করে করোনা সংক্রমণ বাড়বে। হাট বাজারে চায়ের দোকানে চলে আড্ডা। কারও মুখে থাকে না মাস্ক। একটা বিড়ি-সিগারেট ভাগাভাগি করে খাচ্ছে। সংক্রমণ রোধে গ্রামে প্রশাসনের নজরদারী বাড়ানো প্রয়োজন।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম জানায়, করোনা পরিস্থিতি মোকাবিলায় শহরের পাশাপাশি গ্রামের জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটা ওয়ার্ড পযায়ে কমিটি গঠন করা হয়েছে। জনসাধারণ যাতে মাস্ক পড়ে চলাচল করে, সাবান দিয়ে হাত ধোয়া, স্বাস্থ‍্যবিধি মেনে চলার বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সেই সাথে নিয়মিত মোবাইল কোট পরিচালনা করা হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে শ্বাশুরীকে হত্যার দায়ে দুই জনের যাবোজ্জীবন একজন খালাস

“টিকায় কাম হবি না নে”

পোস্ট হয়েছেঃ ০৭:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১

শামিম রেজা, রাজবাড়ীঃ টিকায় কাম হবি নানে। মররার সময় হলি টিকা ঠেকাতে পারবি না। আমরা করোনায় ভয় পাই নে । চাষী মানুষ মাঠে ঘাটে কাজ করলি করোনা মরে যায়। এভাবেই কথা গুলো বলছিলো সদর উপজেলার আহলাদীপুর গ্রামের হোসেন শেখ।

সরেজমিন শুক্রবার দুপুরে সদর উপজেলার আহলাদীপুর গ্রামে দেখা যায়, শহরের মানুষ স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব কিছুটা মেনে চললেও গ্রামের মানুষ সেটা মানছে না। সেখানে নিয়ম-নীতির কোনো বালাই নেই। বেশিরভাগ মানুষ করোনা বিষয়ে সচেতন নয়। আর যারা সচেতন তারাও মানছেন না স্বাস্থ্যবিধি। গ্রামের মোড়ে মোড়ে কিংবা হাট-বাজারের চায়ের দোকানে চলছে আড্ডা। মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে মানুষ। মানা হচ্ছে না সামাজিক দূরত্বও।

রহমান প্রামানিক জানায়, আজ পযর্ন্ত মাস্ক পরি নাই। আমাগো করোনায় কিছু হবি না। আল্লাহ্ যে কয়ডাদিন হায়াত দিছে সেই কয়ডা দিন বাইচা থাকমু। সুনলাম কয়দিন পর টিকা দিবো। এহন সাবাই নিলে আমিও নিমু।

বাচ্ছু মোল্লা জানায়, ভাই করোনা শহরে আছে গ্রামে নাই। সকাল বিকাল এভাই আমরা বসে গল্প গুজোব করি। প্রশাসন তো গ্রামে দেখি না আসতে।

আমিরুল ইসলাম জানায়, গ্রামের মানুষ যে ভাবে অসচেতন হয়ে ঘুরে বেড়াচ্ছে এতে করে করোনা সংক্রমণ বাড়বে। হাট বাজারে চায়ের দোকানে চলে আড্ডা। কারও মুখে থাকে না মাস্ক। একটা বিড়ি-সিগারেট ভাগাভাগি করে খাচ্ছে। সংক্রমণ রোধে গ্রামে প্রশাসনের নজরদারী বাড়ানো প্রয়োজন।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম জানায়, করোনা পরিস্থিতি মোকাবিলায় শহরের পাশাপাশি গ্রামের জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটা ওয়ার্ড পযায়ে কমিটি গঠন করা হয়েছে। জনসাধারণ যাতে মাস্ক পড়ে চলাচল করে, সাবান দিয়ে হাত ধোয়া, স্বাস্থ‍্যবিধি মেনে চলার বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সেই সাথে নিয়মিত মোবাইল কোট পরিচালনা করা হচ্ছে।