মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ প্রপার হাই ষ্কুল চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক এর সভাপতিত্বে ও উপজেলা যুব কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, স্বাস্থ্য কর্মকর্তা আসিফ মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ফকির আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, যুগ্ন-সাধারন সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ রেজা, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকির প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা রোপন ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া এবং বিকেলে দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।