Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

পদ্মার ৬টি ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৪০০ টাকায়

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ আগস্ট ২০২১, ৯:১৪ অপরাহ্ণ

Link Copied!

কামাল হোসেন, গোয়ালন্দঃ ভরা বর্ষা মৌসুমকে ইলিশের মৌসুম বলে। প্রতি বছর শ্রাবণ মাসের বৃষ্টিতে পদ্মায় জাল ফেলে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ পাওয়া গেলেও এবার পদ্মায় ইলিশের আকাল পড়েছে। জেলেরা জাল ফেলে কাঙ্খিত মাছ না পেয়ে হতাশ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ের দুর্গম মজলিশপুর এলাকায় জাল ফেলে মানিকগঞ্জের আরিচার জেলে আনন্দ বাবুর জালে একত্রে বড় ৬টি ইলিশ মাছ পেয়েছেন। ইলিশ ৬টি তিনি ১৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখের কাছে। শাহজান শেখ ১৮ হাজার ৮০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

স্থানীয়রা জানান, বুধবার (৪ আগস্ট) ভোরের দিকে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাট এলাকার পদ্মায় জাল ফেলে প্রায় ৩ কিলোমিটার ভাটিতে উজানচরের মজলিশপুর এলাকায় গিয়ে জাল তুললে মাছগুলো ধরা পড়ে। ওজন দিয়ে দেখা যায় মাছ ৬টির ওজন প্রায় ৮ কেজি। একেকটি ইলিশের ওজন ১ কেজি ১০০ গ্রাম করে। সকালে বিক্রির উদ্দেশ্যে জেলে আনন্দ বাবু দৌলতদিয়ার বিকল্প সড়কের পাশে অবস্থিত আনোয়ার খাঁনের আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস ব্যবসায়ী শাহজাহান শেখ ২ হাজার ৩০০টাকা কেজি দরে ১৮ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নেন। পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক বড় ব্যবসায়ীর নিকট ২ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।

জেলে আনন্দ বাবু জানান, মৌসুম শুরু হলেও পদ্মায় আশানুরুপ ইলিশ না পেয়ে আমরা সবাই খুবই হতাশ হয়ে পরেছিলাম। বুধবার ভোর রাতের দিকে পদ্মা নদীতে জাল ফেললে একত্রে মাছগুলো ধরা পড়ে। পরে মাছগুলো দৌলতদিয়া ঘাট ব্যবসায়ীদের সাথে আলাপ করে এনে বিক্রি করি।

মৎস ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার ইলিশ মাছের প্রচুর চাহিদা। কিন্তু বর্তমানে ইলিশ মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না। তাই মাছগুলো একটু বেশী দামেই কিনেছি। বিক্রির জন্য খুব বেশী সময় অপেক্ষা করতে হয়নি। পদ্মার ইলিশের চাহিদা সব সময় সবার কাছে রয়েছে। তাই কেনার পর বিক্রির জন্য তেমন বেগ পোহাতে হয়নি। ইলিশের আকাল থাকায় তুলনামূলক দাম বেশি হয়েছে বলে তিনিও স্বীকার করেন। তবে মাছটি লাভে বিক্রি করতে পেরে খুবই ভাল লাগছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলার মামলায় আরেকজন গ্রেপ্তার, এখনও থমথমে পরিবেশ

গোয়ালন্দে বাংলাদেশ শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি রফিকুল, সম্পাদক কাশেম

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো স্মৃতিচারণমূলক সাহিত্য সন্ধ্যা “চিঠি দিও”

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত