Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

পদ্মার ৬টি ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৪০০ টাকায়

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ আগস্ট ২০২১, ৯:১৪ অপরাহ্ণ

Link Copied!

কামাল হোসেন, গোয়ালন্দঃ ভরা বর্ষা মৌসুমকে ইলিশের মৌসুম বলে। প্রতি বছর শ্রাবণ মাসের বৃষ্টিতে পদ্মায় জাল ফেলে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ পাওয়া গেলেও এবার পদ্মায় ইলিশের আকাল পড়েছে। জেলেরা জাল ফেলে কাঙ্খিত মাছ না পেয়ে হতাশ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ের দুর্গম মজলিশপুর এলাকায় জাল ফেলে মানিকগঞ্জের আরিচার জেলে আনন্দ বাবুর জালে একত্রে বড় ৬টি ইলিশ মাছ পেয়েছেন। ইলিশ ৬টি তিনি ১৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখের কাছে। শাহজান শেখ ১৮ হাজার ৮০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

স্থানীয়রা জানান, বুধবার (৪ আগস্ট) ভোরের দিকে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাট এলাকার পদ্মায় জাল ফেলে প্রায় ৩ কিলোমিটার ভাটিতে উজানচরের মজলিশপুর এলাকায় গিয়ে জাল তুললে মাছগুলো ধরা পড়ে। ওজন দিয়ে দেখা যায় মাছ ৬টির ওজন প্রায় ৮ কেজি। একেকটি ইলিশের ওজন ১ কেজি ১০০ গ্রাম করে। সকালে বিক্রির উদ্দেশ্যে জেলে আনন্দ বাবু দৌলতদিয়ার বিকল্প সড়কের পাশে অবস্থিত আনোয়ার খাঁনের আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস ব্যবসায়ী শাহজাহান শেখ ২ হাজার ৩০০টাকা কেজি দরে ১৮ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নেন। পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক বড় ব্যবসায়ীর নিকট ২ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।

জেলে আনন্দ বাবু জানান, মৌসুম শুরু হলেও পদ্মায় আশানুরুপ ইলিশ না পেয়ে আমরা সবাই খুবই হতাশ হয়ে পরেছিলাম। বুধবার ভোর রাতের দিকে পদ্মা নদীতে জাল ফেললে একত্রে মাছগুলো ধরা পড়ে। পরে মাছগুলো দৌলতদিয়া ঘাট ব্যবসায়ীদের সাথে আলাপ করে এনে বিক্রি করি।

মৎস ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার ইলিশ মাছের প্রচুর চাহিদা। কিন্তু বর্তমানে ইলিশ মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না। তাই মাছগুলো একটু বেশী দামেই কিনেছি। বিক্রির জন্য খুব বেশী সময় অপেক্ষা করতে হয়নি। পদ্মার ইলিশের চাহিদা সব সময় সবার কাছে রয়েছে। তাই কেনার পর বিক্রির জন্য তেমন বেগ পোহাতে হয়নি। ইলিশের আকাল থাকায় তুলনামূলক দাম বেশি হয়েছে বলে তিনিও স্বীকার করেন। তবে মাছটি লাভে বিক্রি করতে পেরে খুবই ভাল লাগছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান

রাজবাড়ীতে আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, চার লাখ টাকায় রফাদফা

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে কর্মচারীকে বেধে রেখে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

গোয়ালন্দে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

পাংশায় গলায় ফাঁস নিয়ে বেকার যুবকের আত্মহত্যা

গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মোল্লার জানাজা সম্পন্ন

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি সভা ও নবীনবরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে অপহরণ মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার