• ঢাকা
  • শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২১
সর্বশেষ আপডেট : ২৮ জুলাই, ২০২১

দৌলতদিয়াঃ করোনা কোন বাধাই না, রাজধানী ও দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড়

অনলাইন ডেস্ক

রাকিবুল হক, গোয়ালন্দঃ করোনার সংক্রমণ রোধে সরকারের বেধে দেওয়া ১৪ দিনের কঠোর বিধি নিষেধের বুধবার ছিল ষষ্ঠ দিন। অথচ সকল বাধা অতিক্রম করে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে রাজধানীমুখী আবার দক্ষিণাঞ্চলমুখী মানুষের ভিড় অব্যাহত রয়েছে। কারো ঈদের ছুটি শেষ, কেউ কাজের সন্ধানে আবার কেউ জরুরি কাজে ছুটছেন। এমন অযুহাতে উভয় দিকে ছুটে চলা মানুষের বেলা বাড়ার সাথে দৌলতদিয়া ফেরি ঘাট ভিড় বাড়তে থাকে।

বুধবার দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে শুধু ফেরি চলাচল করছে। জরুরী গাড়ি, পণ্যবাহী গাড়ি এবং এ্যাম্বুলেন্স পারাপারের কথা থাকলও নানা অযুহাতে মোটরসাইকেল আরোহী, সাধারণ যাত্রী অহরোহ পার হচ্ছে। মাঝেমধ্যে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিলে কিছুটা যাত্রীর চাপ কমে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক ঘাটে অবস্থান নিলে আরেক ঘাট দিয়ে মানুষজন পারাপার হয়। তারা বাধ্য হয়ে এ ঘাট রেখে তো ওই ঘাটে যায়। আবার ওই ঘাট রেখে তো এই ঘাটে আসেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘাট ছাড়লে সবকিছু যেন উম্মুক্ত হয়ে যায়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে মোটরসাইকেল, মাইক্রোবাস, অটোরিক্সা এমনকি ভ্যানে করে যাত্রীরা ফেরিঘাটে আসছেন। ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে ভ্যানে করে দৌলতদিয়া আসা রেজাউল করিম বলেন, নবীনগরের একটি বেসরকারী কারখানায় কাজ করেন। স্ত্রী ও সন্তানদের সাথে করে ঈদের পরদিন আসেন গ্রামের বাড়ি। ১ আগষ্ট থেকে কারখানা খোলা। তাই বিধি নিষেধের মধ্যেও ছুটছেন।

ঢাকার উত্তরার একটি চাইনিজ রেষ্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করা রাকিবুল ইসলাম ঈদের তিনদিন আগে গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে অটোরিক্সা রিজার্ভ করে দৌলতদিয়া ঘাটে আসেন। দুপুরে ফেরি ঘাটে আলাপকালে বলেন, কঠোর বিধি নিষেধের মধ্যেও যেতে হচ্ছে। গতকাল ফোন করে যেতে বলেছেন।

নারায়ণগঞ্জের চাষাড়ার ফকির নিটওয়ারে চাকরী করেন রাজবাড়ীর পাংশার কসবা মাজাইল এলাকার আব্দুর রাজ্জাক। ঈদের আগে ছুটিতে তিনি স্ত্রীকে সাথে করে বাড়িতে ঈদ করতে আসেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন।

একেতো করোনা, এরপর কঠোর বিধিনিষেধের মধ্যে কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, বাড়িতে বাব-মা রয়েছে। বাবা-মার সাথে ঈদ করতেই স্ত্রীকে সাথে করে এসেছিলাম। এছাড়া এবার আমাদেরও লম্বা ছুটি ছিল। কিন্তু এখন ১-২ দিনের মধ্যে অফিস খুলবে। তাই আজই রওয়ানা হয়েছি।

কিভাবে আসলেন জানতে চাইলে বলেন, সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে একটি অটোরিক্সায় করে এসেছি। আমার মতো আরো কয়েকজন এসেছেন। প্রত্যেকের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে ভাড়া নিয়েছে।

টাঙ্গাইল থেকে নববধু সাথে করে নিজের কর্মস্থল বালিয়াকান্দির খাদ্য বিভাগে যাচ্ছেন মামুন-অর রশিদ। দৌলতদিয়া ৬নম্বর ফেরি ঘাটে দুপুর ১২টার দিকে আলাপকালে বলেন, ঈদের আগে বাড়ি ছিলাম। এখন অফিসে ফিরতে হবে। তাই কি আর করার? ভোর ৬টার দিকে টাঙ্গাইল থেকে মাইক্রোবাস ভাড়া করে পাটুরিয়ায় আসি। এখন নদী পাড়ি দিয়ে দৌলতদিয়ায় আসার পর অটোরিক্সা রিজার্ভ করে বালিয়াকান্দি যাচ্ছি।
বিঅঅইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, যাত্রী ঠেকানোর নির্দেশনা নাই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আছে। তবে তাদের বাধা উপেক্ষা করেই যাত্রীরা পারা পার হচ্ছে। তবে আমরা যাত্রীবাহি কোন যানবাহনের টিকিট দিচ্ছিনা। তিনি আরো বলেন, বর্তমানে ছোট-বড় মিলে ৭টি ফেরির সাথে দুটি মাঝারী আকারের মিলে মোট ৯টি ফেরি চালু রয়েছে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর