ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। নতুন কওে আরও ৯৩ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ২২২ টি নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৯৪ জনের শরীরের করোনা শনাক্ত হয়।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা সদর সহ গোয়ালন্দ, কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। এখন পর্যন্ত রাজবাড়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৯২ জন। মোট সুস্থ্য হয়েছে ৬ হাজার ৮৫ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৫৯ জন। হোম আইসোলেশনে রয়েছে ১ হাজার ৫০৩ জন। হাসপাতালে ভর্তি রয়েছে ৪৫ জন। এখন পর্যন্ত আরটি পিসিআর ২২ হাজার ৩৯৯ এবং র্যাপিট এ্যান্টিজেন টেষ্ট৬ হাজার ৬৮৩ জনের।