জীবন চক্রবর্তী, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা যায়, কয়েকদিন ধরে তার শরীরে জ্বর, ঠান্ডা ও কাশির উপসর্গ দেখা দিলে, তিনি মঙ্গলবার (১৩ জুলাই) রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা প্রদান করেন। এতে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
এদিকে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), বিপ্লব ঘোষের পিতা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপদেস্টা জীবন ঘোষ করোনায় আক্রান্ত হয়েছেন। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপদেস্টা, সাবেক উজানচর ইউপি চেয়ারম্যান নাজিরুল ইসলাম দুলু এবং তাঁর সহধর্মিণী করোনা পজিটিভ হয়ে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
গোয়ালন্দ উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির যৌথ আয়োজনে বুধবার (১৪ জুলাই) দুপুরে গোয়ালন্দ বিজয় বাবুর পাড়া মঠ মন্দির শ্রী অঙ্গনে তাঁদের এবং বিশ্বের সকল মানুষের করোনা রোগ থেকে মুক্তি ও শান্তির লক্ষ্যে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
প্রার্থনায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল চক্রবর্তী, গোয়ালন্দ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অপূর্ব সাহা দ্বিজেন, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রমেশ বিশ্বাস, সেক্রটারি সুজিত দাস, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী সভাপতি রফিকুল ইসলাম জুনা, শ্রীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি সুধীর কুমার বিশ্বাস, রামপদ, জীবন চক্রবর্তী প্রমূখ। প্রার্থনা পরিচালনা করেন শ্রী হরিশঙ্কর মোহন্ত।