Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

রাজবাড়ীতে সংক্রমণ বাড়লেও বাড়েনি সচেতনতা

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ জুলাই ২০২১, ৭:৫৩ অপরাহ্ণ

Link Copied!

শামিম রেজা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃত্যুও। করোনা সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউন। মানুষকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী। সেই সাথে তৎপর রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। এরপরও স্বাস্থ্যবিধি না মানার প্রতিযোগীতায় নেমেছে সাধারণ মানুষ।
সরেজমিন রাজবাড়ী বাজার ঘাট ঘুরে দেখা যায়, কাঁচা বাজার গুলো দেখে বোঝার উপায় নেই যে দেশে করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলছে। পরিস্থিতি দেখে মনে হবে সব কিছু স্বাভাবিক। গাদাগাদি করেই চলছে বেচা-কেনা। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব একেবারেই মানা হচ্ছে না। ক্রেতা-বিক্রেতার অনেকের মুখেই নেই মাস্ক। অনেকের থাকলেও রয়েছে সেটা গলায় ঝুলানো অথবা পকেটে । এদিকে ফামেসী ও চায়ের দোকানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এক জনের ব্যবহৃত কাপে আরেকজন চা পান করছে। একটা সিগারেট দুই জন এমনকি তিনজনও ভাগাভাগি করে নিচ্ছে। ফামেসীগুলোতে লেগে আছে ভীড়। কোন প্রকার বিধি নিষেধ মানা হচ্ছে না। এক জনের গায়ের সাথে গা ঘেষাঘেষি করেই ঔষুধ কিনতে দেখা গেছে। কিছুক্ষণ পরপরই পুলিশ, সেনাবাহিনীর গাড়ি হুইসেল বাজিয়ে টহল দিচ্ছে। প্রশাসনের গাড়ির শব্দে দোকানের শাটার বন্ধ করছে। একত্রিত হওয়া জনগণ নিরাপদে চলে যাচ্ছে। এরপর ওই এলাকা থেকে প্রশাসন চলে যাওয়ার পরে আবার আগের অবস্থা। এ যেন চোর পুলিশ খেলার মত দৃশ্য।
শাকিবুল ইসলাম নামে একজন ক্রেতা জানান, কাঁচাবাজার করতে এসেছি। যে দোকান থেকে সবজি নিয়েছি সেখানে সে মাস্ক ব্যবহার করলেও আশপাশের অনেকের মুখেই ছিলো না মাস্ক। এমনকি বিক্রেতার মুখেও ছিলো না মাস্ক।
আরিফুজ্জামান নামে আরেক ক্রেতা জানান, প্রশাসন শুধু সড়কে রয়েছে। বাজারে নেই। মাছ বাজার, কাঁচা বাজার দেখে কেউ কি বলবে কঠোর লকডাউন চলছে। গা ঘেষাঘেরি করেই বাজার ঘাট করতে হচ্ছে। উপায় নেই। এই হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে বাজার করা।
হেলেনা বেগম জানায়, তার স্বামী অসুস্থ্য হাসাপাতালে ভর্তি। কিছু ঔষুধ কেনার জন্য বাজারে এসেছি। ঔষুধের দোকানে প্রচুর ভিড়। ইচ্ছা থাকলেও স্বাস্থ্যবিধি মানতে পারি নাই। কারণ দ্রুত অসুস্থ্য স্বামীর জন্য ঔষুধ নিয়ে যেতে হবে।
রেলগেট চত্ত্বরের একটি চায়ের দোকানে কথা হয় মামুন সরদারের সাথে তিনি জানান, বাসা থেকে বেড়ই হইনা। আজ একটু বেড় হয়েছি। একটি সিগারেট আর এককাপ চা পানের জন্য। বাসায় বসে তো আর সিগারেট খাওয়া যাবে না। সেখানে বাবা-মা, ভাই আছে। তাই একটু বেড় হতে হয়।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের জন্য পুলিশ মাঠে কাজ করছে। বিভিন্ন পয়েন্টে রয়েছে চেকপোষ্ট। মোটরসাইকেলে দুইজন উঠলেই তাদের জরিমানা অথবা একজনকে নামিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া জরুরি কারণ ছাড়া বাইরে বের হয়েছে তাদেরকে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা