ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে নতুন করে আরও ৮৭ জন করোনা রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘন্টায় ১৫৮ টি নমুনা পরীক্ষায় ৮৭ জনের শরীরে করোনা উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্য দাঁড়ালো ৬ হাজার ৯ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৬৯২ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৮ জনের মতো।
এদিকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন শামসুন্নাহার (৫০) নামে এক নারী। সে জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের বাসিন্দা। করোনা পজেটিভ নিয়ে গত শনিবার করোনার উপসর্গ নিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। রোববার করোনা কোভিড ওয়ার্ডে তার মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে রিপোট আসে তার করোনা পজেটিভ।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আক্রান্ত এবং মৃত্যু রোধের জন্য সবাইকে সচেতন হতে হবে। সেই সাথে বার বার সাবান দিয়ে হাত ধুতে। বাইরে বেড় হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হতে। সরকার ঘোষিত লকডাউন মেনে চলতে হবে।