নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর (৪৪)। মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং এর মাধ্যমে করোনার নমুনা প্রদান করলে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হন। তিনি বর্তমানে থানার সরকারি বাসভবনে হাইসোলিশনে আছেন।
আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এক সপ্তাহ ধরে বাসার কাজের বুয়া জ¦র সহ অসুস্থ্যতা বোধ করছিল। গত সোমবার তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টেস্ট করানো হলে পজিটিভ হিসেবে রির্পোট আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষের পরামর্শে পরদিন মঙ্গলবার পরিবারের সবাই করোনার নমুনা প্রদান করি। পরে জানতে পারি আমার স্ত্রী করোনা নেগেটিভ, আমার পজিটিভ।
তিনি বলেন, করোনার সংক্রমনের মহামারী রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া সহ গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্ট বসানো হয়। এ রুট দিয়ে যাতায়াতকারী বিভিন্ন ধরনের মানুষের সংষ্পর্শে আসায় আক্রান্তের ঝুঁকি থাকছে। যে কারনে আমাদের প্রতিনিয়ত ঝুঁ নিয়েই কর্তব্য পালন করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে এক সপ্তাহ ধরে শরীরটা খুব দুর্বল মনে হচ্ছিল। দুই দিন ধরে শরীরে হালকা জ¦র এবং গলাটা বসা বসা অবস্থা বিরাজ করছে। শারীরিকভাবে এখন পর্যন্ত ঠিক আছি। সবার কাছে দোয়া চাই। সবাইকে অনুরোধ করবো সরকারের নির্দেশনা মেনে চলুন। স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকুন। ঘরের বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক পড়ুন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নিতাই কুমার ঘোষ জানান, গোয়ালন্দে কভিড-১৯ এর চিত্র খুবই খারাপ। গতকাল মঙ্গলবার (৬ জুলাই) কোভিড-১৯ পরীক্ষায় নমুনা দিয়েছেন ৪৬ জন। এরমধ্যে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরসহ ২৬ জনের পজিটিভ। ৬ জুলাই পর্যন্ত ৬৭৯ জন আক্রান্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭ জন। বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৪০ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ বা প্রেরণ করা হয়েছে ২ হাজার ৪৬০ জনের। এরমধ্যে পজিটিভ এসেছে ৭০০ জনের। নেগেটিভ এসেছে ১ হাজার ৭৪৯ জন। এখন পর্যন্ত ফল পাওয়া যায়নি ১১ জনের। কভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।
তিনি বলেন, কভিড-১৯ চিকিৎসায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২২টি বেড নির্ধারিত করা হয়েছে। এরমেধ্য অক্সিজেন কনসেনটেটর ১৪টি, অক্সিজেন সিলিন্ডার আছে ৪০টি। ৭জন চিকিৎসক এবং ১৯ জন সেবিকার সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম চলছে। তবে গোয়ালন্দ উপজেলায় কোন আইসিইউ ব্যবস্থা নেই। জরুরী চিকিৎসায় ও কোভিড-১৯ আক্রান্ত রোগী পরিবহনের জন্য স্বাস্থ্য বিভাগের একটি এবং গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী ব্যক্তিগতভাবে একটি এ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন।