ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে কঠোর লকডাউনের পঞ্চম দিনে কঠোর অবস্থানে ছিল সমন্বিত বাহিনী। সকাল থেকে রাস্তায় রাস্তায় টহল দিয়েছেন পুলিশ, সেনাবাহিনী, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
টহলের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করছে। সেই সাথে কেউ অহেতুক বাইরে বের হলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হচ্ছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ জানান, বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পরাসহ বিভিন্ন কারণে বাইরে বেড় হওয়া মানুষদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়েছে । লকডাউনের শুরু থেকে জেলার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫৬টি মামলায় ১ লক্ষ ৫৫ হাজার ১৫১ টাকা জরিমানা করা হয়েছে।