• ঢাকা
  • শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২১
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২১

বিধিনিষেধের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনেও প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। উপজেলা পরিষদ, প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহর ছেড়ে গ্রাম পর্যায়ে যৌথভাবে টহল জোরদার করে। তবে এর মাঝেও সুযোগ পেলেই অনেকে রাস্তায় নামছে। কেউ কেউ যৌথ বাহিনীর বাধার মুখে পড়ে ফিরেও গেছেন।

গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেন নুরুল হক শুভ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর নেতৃত্বে যৌথ বাহিনী টহল দিচ্ছে।

মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকায় কিছু ব্যাটারী চালিত অটোরিক্সা, রিক্সা-ভ্যান দেখা গেছে। কেউ কেউ রিক্সা করে গন্তব্যে যাচ্ছেন। আবার কেউ কেউ মোটরসাইকেলে করে ছুটে চলছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ির হর্ণের আওয়াজ পাওয়া মাত্র সবাই দ্রুত সটকে পাশে কোথাও লুকিয়ে পড়ছে। তারা চলে যাবার পর আবার যথারীতি রাস্তায় নেমে পড়ছে।

মহাসড়কের গোয়ালন্দ থেকে দৌলতদিয়া ফেরি ঘাট পর্যন্ত ঘুরে দেখা যায়, আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ দল মহড়া দিচ্ছেন। যৌথ দলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি, ইউএনও’র গাড়ি, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের গাড়ি, সেনাবাহিনী এবং পুলিশের গাড়ি রয়েছে। মাঝেমধ্যে যৌথবাহিনীর গাড়ি বিভক্ত হয়ে আলাদাভাবে মহড়া দিচ্ছে। যৌথবাহিনী শহর ছেড়ে প্রত্যেন্ত অঞ্চলের বাজারেও টহল দিচ্ছে।

ফেরি ঘাটে পুলিশের একটি দল ফেরিতে ওঠার আগে গাড়ি নদী পাড়ি দেওয়ার সঠিক কারন জানার চেষ্টা করছে। এ সময় রোগীবাহি এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পণ্যবাহী গাড়ি, অতিব জরুরী প্রাইভেটকার কিছু মোটরসাইকেল দেখা গেছে। এছাড়া বিপদে পড়ে ঘর থেকে বের হওয়া হাতে গোনা কয়েকজন যাত্রীকেও নদী পাড়ি দিতে দেখা যায়।

ফেরি ঘাটের দায়িত্বরত গোয়ালন্দ ঘাট থানার এসআই মিজানুর রহমান আকন্দ বলেন, ফেরিতে ওঠার আগে যথাযথ নিয়ম মেনে তারা যাচ্ছেন কি না তা ভালো করে খোঁজ নিয়ে দেখছি।

দুপুরে ঘাট পরিস্থিতি দেখতে আসেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সেনাবাহিনীর ল্যাফটেন্টে ইব্রাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন প্রমূখ।

ইউএনও আজিজুল হক খান বলেন, সরকারে নির্দেশনা অনুযায়ী যে কয়েকদিন থাকার প্রয়োজন হয় উপজেলা প্রশাসনের তত্বাবধানে যৌথবাহিনী সে কয়েকদিন এ অঞ্চলে থাকবে। করোনার সংক্রমণ রোধে সরকারের বেধে দেয়া নিয়ম কানুন সম্পর্কে আমরা সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর