Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন; “পেট তো মানে না, তাই কাজে বের হয়ছি”

রাজবাড়ী মেইল ডেস্ক
২ জুলাই ২০২১, ৮:২৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট ছিল ফাঁকা। ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও এ্যাম্বুলেন্স, প্রাইভেটকার আর কিছু শ্রমজীবী মানুষ পারাপার হতে দেখা গেছে। পাশাপাশি অতি নিরুপায় ব্যক্তিদের দেখা গেছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া দেখা যায়, বৈরী আবহাওয়ার মধ্যেও অতি নিরুপায় কিছু মানুষ পারাপার হচ্ছেন। পণ্যবাহী গাড়ি, কিছু এ্যাম্বুলেন্স, প্রাইভেটকার পার হতে দেখা যায়। এছাড়া কিছু যাত্রী পরিবহনের জন্য মোটরসাইকেল আরোহীকেও দেখা গেছে। তবে প্রশানের লোকজন কঠোর অবস্থানে ছিল।

রাজবাড়ীর বহরপুর থেকে যাত্রী পরিবহনের জন্য বৃষ্টি উপেক্ষা করে ফেরি ঘাটে এসেছেন মোঃ লাল মিয়া। কঠোর লকডাউন এবং বৃষ্টির মধ্যে এই ঘাটে কেন জানতে চাইলে বলেন, “ভাই পেট তো মানে না। তাই কাজে বের হয়ছি। আগে খাবার দোকান করতাম। বাকি পড়ায় টাকা তুলতে পারিনি। আবার গত বছর করোনা ও লকডাউনে মাঝে মধ্যে দোকান বন্ধ রাখতে হয়। এহনতো আর সংসার চলে না। তাই ৬০ হাজার টাহা দিয়ে সেকেন্ড মোটরসাইকেল কিনে যাত্রী টানছি”।

সৌদি প্রবাসী মনির হোসেন বলেন, বরিশালের উজিরপুর বাড়ি। পরিবার সহ বাস করেন মাদারীপুর শহরে। জরুরী প্রয়োজনে ১৫ দিন আগে নবীনগর যান। ঈদের আগে ফেরার কথা ছিল। গতকাল রাতে ছোট ছেলের অসুস্থ্য হওয়ার খবর পেয়ে দেরি না করে ভোর ৬ টায় রওয়ানা করেছি। নবীনগর থেকে দৌলতদিয়া ঘাটে আসতে বেলা সাড়ে ১১ টা বেজে গেল। খরচ হয়েছে প্রায় ৫০০ টাকার মতো।

ফরিদপুরের রাজবাড়ী রাম্তার মোড় থেকে দুই দিন থেকে কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন মানিকগঞ্জের ঘিওরের সাহিন শেখ সহ তিনজন। তারা বলেন, মঙ্গলবার সকালে রাজবাড়ী রাস্তার মোড় গেছিলাম। কাজ না পেয়ে ফিরে আসলাম। ভাই আমরা কাজ না করলে খাবো কি? কাজ তো পেলাম না। ফরিদপুর থেকে ৫০০ টাকা রিক্সা রিজার্ভ করে ঘাটে আসলাম। অহন বাড়ি ফিরে যায়”।

দুপুর ১২ টার দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, সেনাবাহিনীর ক্যাপ্টেন নুরুল হক শুভ, সহকারী কমিশনার (ভুমি) রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর সহ আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ টিম ঘাট এলাকায় টহল দিতে দেখা যায়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ভোর ৬ টা থেকে আমাদের টিম রাস্তায় রয়েছে। ঘাট এলাকায় কোন যাত্রীবাহি গাড়ি থাকতে দেয়া হচ্ছে না। তারপরও অনেকে বাইরে আসলে তাদেরকে বুঝিয়ে বাসায় ফিরিয়ে দিচ্ছি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার বলেন, ১৫টি ফেরি চলছে। ফেরিতে অধিকাংশ পণ্যববাহী গাড়ি সাথে এ্যাম্বুলেন্স, প্রাইভেটকার সহ মোটরসাইকেল পার হতে দেখেছি। সাথে দিন মজুর শ্রেনির মানুষও পার হচ্ছে।

ইউএনও আজিজুল হক খান বলেন, সেনাবাহিনীর টিম ঘাট এলাকায় রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন। সাথে পুলিশসহ ম্যাজিস্ট্রেট টিমও রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বিএনপির প্রতিনিধি সভায় ওয়ার্কাস বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

রাজবাড়ীতে আল্লা নেওয়াজ খায়রু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দিশারী সংঘ

গোয়ালন্দে মঠ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া

আইনশৃঙ্খলা কমিটির সভাঃ মহাসড়কে বেপরোয়া বালুবাহি ট্রাক, একদিন পর পর অভিযানের সিদ্ধান্ত

গোয়ালন্দে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে বিএনপি নেতা এ্যাড. আসলাম মিয়ার পক্ষে মহিলা দলের লিফলেট বিতরণ

রাজবাড়ীর পদ্মা নদীতে এবার ধরা পড়েছে বিশাল আকারের মহাবিপন্ন বাগাড়

রাজবাড়ীতে হারানো মোবাইল ৬৬ জনকে ফিরিয়ে দিল পুলিশ

গোয়ালন্দে মাটির ট্রাকের চাপায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রী, আহত ৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাংশা উপজেলা বিএনপি সভাপতিকে অব্যাহতি

জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে কুপিয়ে হত্যা করা হয় নজরুলকে

পাংশায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির অভিযোগে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা