Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

গোয়ালন্দে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
১ জুলাই ২০২১, ৯:৫১ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার নসর উদ্দিন সরদার পাড়ায় বিষাক্ত সাপের কামড়ে জোসনা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সাপে কামড় দিলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। জোসনা নসর উদ্দিন সরদার পাড়ার আব্দুর রশিদ শেখ এর স্ত্রী।

গৃহবধুর ছেলে মো. সৌরভ শেখ জানান, গতকাল বুধবার রাতে একটি বিষাক্ত গোখরা তাদের ঘরে ঢুকলে চিৎকার করলে আশপাশের লোকজন এসে খোঁজ করে না পেয়ে তারা সকলেই ফিরে যান। আজ বৃহস্পতিবার সকাল থেকে ভারি বৃষ্টি নামলে বাড়ির উঠানে জমে যায়। পানি বের হওয়ার পাইপটি পরিস্কার করতে গেলে পাইপে লুকিয়ে থাকা বিষাক্ত খোকরা সাপটি মাকে কামড় বসিয়ে দেয়। দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাপে কাটা রোগীর চিকিৎসার ব্যবস্থা নাই বলে ফরিদপুর দ্রুত নেয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, হাসপাতালে এ্যাম্বুলেন্স না থাকায় বিকল্প গাড়ির ব্যবস্থা করতে দেরি হয়ে যায়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মাকে শেষবারের বাঁচানোর চেষ্টা করতে স্থানীয়দের কথামতো ওঝার কাছে নিয়ে যাই। কিন্তু তাতেও মাকে রক্ষা করতে পারিনি।

স্থানীয় কয়েকজন ক্ষোভের সাথে বলেন, বাড়ির কাছে হাসপাতাল। সাপে কাটা রোগীদের কোন চিকিৎসার ব্যবস্থা নাই। যথা সময়ে এ্যাম্বুলেন্সও পাওয়া গেলে হয়তো তাকে আরো দ্রুত ফরিদপুর নেওয়া সম্ভব হতো। গ্রামাঞ্চলের অনেকে সাপে কাটায় মারা যায়। কিন্তু এর চিকিৎসার জন্য জেলা সদরের হাসপাতালে যেতে রোগী বাঁচানো সম্ভব হয়না।

গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, স্থানীয়ভাবে সাপে কাটা মানুষের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা দরকার। জেলা সদরে যেতে হলে ততক্ষণে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো অনেক কঠিন হয়ে পড়বে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, সাপে কাটা অধিকাংশ মানুষ আতঙ্কগ্রস্ত থেকে মারা যায়। বিষাক্ত সাপের কামড়ের চিকিৎসায় উপজেলা পর্যায়ে এন্টিভেনম ইঞ্জেকশন থাকেনা বা চিকিৎসার ব্যবস্থা নেই। জেলা পর্যায়ে চিকিৎসা দেওয়া হয়। এ অঞ্চলের জন্য ভালো চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ