ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে কোভিড-১৯ প্রতিরোধে ওয়ার্ড ভিত্তিক সেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমি মো. সায়েফ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস.এ হান্নান, রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী প্রমূখ।