• ঢাকা
  • শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ জুন, ২০২১
সর্বশেষ আপডেট : ২৪ জুন, ২০২১

পাংশায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক

মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায়, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো)’র সভাপতিত্বে এবং উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা.এ.এফ.এম শফীউদ্দিন পাতার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, জেলা আ.লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শহিদুজ্জামান বিশ্বাস, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, বাবুপাড়া ইউপি আ.লীগের সভাপতি ও ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরোয়ার, আ.লীগ নেতা মনজুর কাদের মাসুদ, এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে ও সুব্রত কুমার দাস সাগর, উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, যুগ্ম-আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন, উপজেলা মহিলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা জালাল, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রতœা রানী বিশ্বাস, শেলী বিশ্বাস ও আলেয়া পারভীনসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা আ.লীগের ধর্মীয় সম্পাদক ও চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখা এবং রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের নেতৃত্বে তৃণমূলে সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর