Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. স্বাস্থ্য

গোয়ালন্দে করোনায় সংক্রমণ রোধে কঠোরবিধি নিষেধ, পৌরসভার উদ্যোগে মাস্ক বিতরণ

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ জুন ২০২১, ১০:৩৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় সোমবার দিবাগত মধ্যরাত থেকে কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে। ৩০ জুন পর্যন্ত এ বিধিনিষেধ বলবত থাকবে। ২৪ ঘন্টায় ১১জনের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ হিসেবে রিপোর্ট আসে।

এদিকে করোনার সংক্রমণ রোধে সোমবার দুপুরে গোয়ালন্দ বাজারে পৌরসভা থেকে মাস্ক বিতরণ করা হয়। একই সাথে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল মাস্ক বিতরণ কার্যক্রম চালান। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে ও অবশ্যই মুখে মাস্ক পড়ার অনুরোধ জানান মেয়র। এসময় সাথে বাজারে ব্যবসায়ী ও পৌরসভার লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে “মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনী সহ বিভিন্ন প্রচার কার্যক্রম চালানো হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ সময় সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

উপজেলা প্রশাসন জানায়, রোবাবর সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এসময় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল সহ তিন পৌরসভার মেয়র ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্তক্রমে সোমবার (২১ জুন) দিবাগত মধ্যরাত ১২টা থেকে সপ্তাহব্যাপী পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তার আলোকে সোমবার সকাল থেকে গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং অবশ্যই মুখে মাস্ক পরিধান করে থাকতে বলা হয়। এক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে যাবে না। খুবই প্রয়োজন হলে তাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং কাজের প্রমানপত্র সাথে নিয়ে বের হতে হবে। এছাড়া সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ থাকবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে আমরা সার্বক্ষনিক মাঠে থাকবো। সপ্তাহব্যাপী কঠোর বিধি নিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট এলাকায়ও আমাদের ভ্রাম্যমান আদালত নিয়োজিত থাকবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা