মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা এলাকায় অগ্নিকাণ্ডে বসত বাড়ির ২ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে । শুক্রবার বিকেলে স্হানীয় মো. ইছাক মোল্লার টিনশেডের বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষদিগ্রস্ত ইছাক মোল্লা জানান, ঘর দুটির ৫ টি কক্ষে তার পরিবারসহ আরো ৪টি দরিদ্র পরিবার ভাড়ায় থাকত।
সংসারের সবকিছু পুড়ে যাওয়ায় তাদের সবার এখন দিশেহারা অবস্থা। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নির্নয় করা সম্ভভ না হলেও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ওই বাড়ির ভাড়াটিয়া মো. গোলাপ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে ।
এদিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক বিকেলে ঘটনাস্হলে যান।তারা সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে নগদ ১০ হাজার করে টাকা ও জরুরী খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মাহফুজুর রহমান জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।