ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ বৃহস্পতিবার দুপুরে পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ। মাছটি স্থানীয়ভাবে নিলামে ১৪০০ টাকা কেজি দরে পাইকারী ৩১ হাজার ৫০০ টাকায় বিক্রি হলেও মৎস্য ব্যবসায়ীরা ১৫০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার জেলে কাদের চালক ও তার সহযোগীরা মিলে পদ্মা নদীতে বড় মাছের জন্য ফাশন জাল ফেলে। দুইবার জাল ফেলেও কিছু না পেয়ে প্রথমে তাদের মন খারাপ হয়ে যায়। পরবর্তীতে বেলা দুইটার দিকে জাল তোলার সময় বড় ঝাকি দিলে সহজেই বুঝতে পারেন জালে ভালো বড় কোন মাছ ধরা পড়েছে। জাল টেনে নৌকার কাছে আনা মাত্র সবাই দেখতে পান বড় একটি কাতলা মাছ ধরা পড়েছে। দ্রুত জাল গুটিয়ে মাছটি নিয়ে আসেন ফেরি ঘাটে। এখানে এসেই মাছটি ওজন দিয়ে দেখতে পান প্রায় ২২ কেজি ৫০০ গ্রাম কাঁচা হয়েছে। মাছের আড়তদার দুলাল মন্ডল নিলামে মাছটির দাম হাকলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট সংলগ্ন চাঁদনী-আরিফা মৎস্য আড়তের সত্বাধিকারী চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়া এলাকায় জেলে কাদের চালাকের জালে তরতাজা কাতলা মাছটি ধরা পড়ে। তাজা অবস্থায় মাছটি তিনি ফেরি ঘাটে নিয়ে আসলে প্রকাশ্য নিলামে অংশ নিয়ে ১৪০০ টাকা কেজি দরে ২২ কেজি ৫০০ গ্রামের মাছটি ৩১ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেই। তবে শর্ত থাকে মাছটি বিক্রি করে টাকা পাবার পর আড়তদারকে দেওয়া হবে। এসময় বিভিন্ন স্থানে যোগাযোগ করলে বিকেল ৪টার দিকে ঢাকার একজন ১৫০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে নেয়। মাঝেমধ্যে বড় কাতলা, বাগাড়, রুই, পাঙ্গাশ জাতীয় মাছ ধরা পড়ছে। পদ্মার মাছ বলে অন্যান্য স্থানের থেকে একটু বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করে থাকি বলে চান্দু মোল্লা দাবী করেন।
উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, মাঝে মধ্যেই পদ্মা নদীর বিভিন্ন মোহনায় বড় বড় মাছ ধরা পড়ছে। এ ধরনের মাছ আমাদের এই অঞ্চলের মানুষের জন্য সুখবর নিয়ে আসে। তবে অতি মাত্রায় দামের কারনে সাধারণত এ অঞ্চলের মানুষ কিনতে পারে না বা খেতেও পারে না।