হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের শহীদ আব্দুল হাকিম মহিলা দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরী পদে একটি নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রশিদের বিরুদ্ধে। এতে করে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তার কাছে।
অভিযোগ থেকে জানা গেছে, প্রায় দেড় মাস আগে পত্রিকায় সার্কূলার দিয়ে স্থানীয় একই পরিবারের দুলাভাই, শ্যালক ও শ্যালকের ভাইসহ ৩জনের কাগজপত্র অফিসের মাধ্যমে জমা রাখতে বলেন মাদরাসার সভাপতি। তাদের তিনজনের মধ্যে থেকে যে কোনো ১জনের নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তবে এ বিষয়ে মাদরাসায় কর্মরত শিক্ষক, অভিভাবক প্রতিনিধিসহ কেউই কোনো কিছু জানেন-না বলে এ জানান অধিকাংশ শিক্ষক।
মাদরাসার সহকারী শিক্ষক মোসলেম উদ্দিন বলেন, বিদ্যালয়ে নৈশ প্রহর পদে নিয়োগের বিষয়টি তার কিছুই জানা নেই এবং এ নিয়োগ সংক্রান্ত কোনো ব্যাপারে সভাপতি, সুপার সহ কেউ তাদের কিছু জানাননি বলে জানান।
স্থানীয় প্রতিবেশী ও আলীপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান ফারুক বলেন, বর্তমান সভাপতি ক্ষমতার দাপট দেখিয়ে তার ইচ্ছেমতো মাদরাসা পরিচালনা করে থাকেন। নৈশপ্রহরী পদের একটি নিয়োগের বিষয় নিয়ে শিক্ষকদের সাথে সভাপতির সমন্বয় নেই। এর আগেও তিনি শিক্ষকদের না জানিয়ে অনিয়ম করে নিয়োগ দিয়েছেন বলে জানান।
শহীদ আব্দুল হাকিম মহিলা দাখিল মাদরাসায় ভারপ্রাপ্ত সুপার মো. আজাহার আলী বলেন, এ মাদরাসার সাথে আমি শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত আছি। ৩ মাস আগে একদিন হঠাৎ করে মাদরাসার সভাপতি আমাকে সুপার হিসেবে নিয়োগ প্রদান করেন। মাদ্রাসার নৈশপ্রহরী পদে নিয়োগের বিষয়ে সভাপতি কোনো কিছু আমার সাথে আলোচনা করেননি বলে জানান তিনি।
অভিযুক্ত মাদরাসার সভাপতি আব্দুর রশিদ বলেন, স্থানীয় একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য উঠে পড়ে লেগে নানা রকম কথা বলে বেড়াচ্ছে। মাদ্রাসায় নিয়োগ কমিটির অনুমতি ছাড়া কোনো পদে সভাপতির একক ক্ষমতা বলে নিয়োগ দেওয়ার সুযোগ নাই বলে জানান।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, শহীদ আব্দুল হাকিম মহিলা দাখিল মাদরাসার কোনো পদের নিয়োগ সংক্রান্ত বিষয়টি আমি কিছুই জানিনা। মাদরাসার সভাপতি আমাদের না জানিয়ে নিয়োগ প্রদান করলে, নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।