Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. স্বাস্থ্য

রাজবাড়ীতে কোভিড চিকিৎসায় সরঞ্জাম ও লোকবলের অভাবে চালু করা যাচ্ছেনা আইসিইউ

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ জুন ২০২১, ৬:৩৫ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন, রাজবাড়ীঃ দুই মাস আগে রাজবাড়ীতে কোভিড চিকিৎসায় আইসিইউ ইউনিট চালু করতে তিনটি বেড স্থাপনের করা হয়েছে। কোভিডে আক্রান্ত শ্বাসকষ্টযুক্ত রোগীদের জন্য প্রত্যেকটি বেডের সাথে হাইফ্লো ন্যাসাল ক্যানুলা, নেজাল ক্যানুলা, অক্সিজেন সাপোর্ট ও এসি স্থাপন করা হলেও কোভিড ইউনিট চালু করতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম না থাকায় এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

ফলে কোভিড আক্রান্ত রোগীদের যেতে হচ্ছে ঢাকা সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে। ব্যাহত হচ্ছে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা। কতৃপক্ষ বলছেন, এ ইউনিটের কাজ চলমান রয়েছে,প্রয়োজনীয় কিছু সরজ্ঞাম ও ডাক্তার সহ জনবলের অভাবে এখনও চালু করা সম্ভব হচ্ছেনা কোভিড চিকিৎসার আইসিইউ ইউনিটটি।

দেড় মাসের বেশি সময় আগে রাজবাড়ী সদর হাসপাতালের ৯৯ ও ১০০ নম্বর দুটি কক্ষে কোভিড আক্রান্ত রোগীদের চিকৎসা সেবা দিতে আইসিইউ ইউনিট স্থাপনের জন্যে তিনটি বেড বসানো হয়। সাথে কিছু সংখ্যক সরঞ্জাম স্থাপন করা হলেও পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিটের জন্য আইসিইউ মনিটর, সেন্ট্রাল অক্সিজেন, সার্বক্ষণিক ল্যাব সুবিধা, কৃত্রিম শ্বাসপ্রশ্বাস চালু রাখার ভেন্টিলেটর, অক্সিজেন স্যাচুরেশন মনিটর, রক্ত পরিসঞ্চালনের বহুমুখী ব্যবস্থা, গ্যাস অ্যানালাইসিসসহ সার্বক্ষণিক প্রশিক্ষিত দক্ষ জনবল না থাকায় ইউনিটটি এখনও চালু করতে পারেনি। শুধু সরঞ্জামই নয়, আইসিইউ ইউনিটে কোভিড রোগীদের চিকিৎসা সেবা দিতে সবচেয়ে বেশি প্রয়োজন ডাক্তার, নার্স ও সাপোর্ট স্টাফ। যা এখন পর্যন্ত নিয়োগ দিতে পারেনি কর্তৃপক্ষ। যে কারনে আজও কোভিডে আক্রান্ত রোগীরা পরিপূর্ণ চিকিৎসা পাচ্ছেনা। শুধু যেসব কোভিড রোগী প্রাথমিক অবস্থায় ভর্তি হন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা কোভিডে আক্রান্ত হয়ে স্বাশকষ্ঠ জনিত রোগে ভুগছেন তারা এখনও আইসিইউ ইউনিট চালু না হওয়ায় ভুক্তভোগী হচ্ছেন। এ রোগীদের বাধ্য হয়ে যেতে হচ্ছে ঢাকা সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল গুলোতে।

আইসিইউ ও কোভিড ইউনিট ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, এই আইসিইউ ইউনিটটি ছিলনা। কোভিডের কারনে এই বিল্ডিংয়ের কক্ষটি কোভিডের জন্যে খোলা হয়েছে। আইসিইউ চালু করতে প্রয়োজনীয় কিছু সরঞ্জাম স্থাপন প্রয়োজনীয় লোকবলও সংকট রয়েছে। তা সম্পন্ন হলে এটি চালু করা সম্ভব হবে।

রাজবাড়ী সদর হাসপাতালের করোনা বিশেষজ্ঞ ও মেডিসিন কনসালট্যান্ট ডাঃ মোঃ শামীম আহসান বলেন, তিন শয্য বিশিষ্ট আইসিইউ প্রক্রিয়াধীন রয়েছে। কিছু সরঞ্জাম স্থাপন করা হলেও এখনও পরিপূর্ণভাবে আইসিইউ চালু করতে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স, সাপোর্ট ষ্টাফ এর চাহিদা দেওয়া হয়েছে। তবে এখনও তা পক্রিয়াধীন রয়েছে। পদায়ন হলে চালু করে সেবা দিতে পারবেন বলেন।

সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দিপক কুমার বিশ্বাস বলেন, আইসিইউ ইউনিটটি চালু করতে প্রয়োজনীয় কিছু সংখ্যাক সরঞ্জাম স্থাপন করা হয়েছে। বাকি রয়েছে কিছু সরঞ্জাম স্থাপনের কাজ। তবে জনবলের চাহিদা পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। সেই সাথে প্রয়োজনীয় কিছু সরঞ্জাম এখনও স্থাপন হয়নি। কি নাগাদ কোভিড ইউনিটি চালু করা সম্ভব হবে তা সঠিকভাবে বলতে পারেননি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি