নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মানুষের ভিড় সামলাতে উর্দ্বোতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার ভোর ৬টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সকল ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আচমকা ফেরি বন্ধের খবর অনেকে আগে থেকে জানতে না পারায় ঘাটে এসে পড়ে মহা বিপাকে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাটে দেখা যায়, লঞ্চ বন্ধ থাকায় যত ভিড় ফেরি ঘাটে। ফেরির পন্টুন থেকে ঢাকা-খুলনা মহাসড়ক পর্যন্ত মাইক্রোবাস, প্রাইভেটকারসহ ব্যক্তিগত গাড়ির লম্বা লাইন দেখা যায়। রয়েছে অসংখ্য মোটরসাইকেল সহ যাত্রী সাধারণ।৪-৫ ঘন্টা বা আরো অধিক সময় ধরে অনেকে রোগী নিয়ে এ্যাম্বুলেন্স সহ ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষা করছে।
ঝিনাইদ থেকে জামাই ওয়াজেদ আলীকে সাথে করে ঢাকা মেডিকেলে ভর্তির জন্য খুব সকালে দৌলতদিয়া ঘাটে আসেন কলেজ শিক্ষার্থী আরিফুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার দুর্ঘটনায় তার দুটি হাত ভেঙ্গে যায়। তাকে ঢাকা মেডিকেলে ভর্তির জন্য নেয়া হয়েছে। সাথে পরিবারের সবাই আছেন। ফেরি না ছাড়ায় প্রায় ৫ ঘন্টা ধরে বসে আছি। আর কতক্ষণ বসে থাকতে হবে তার কোন হদিস পাচ্ছিনা।
মাদারীপুর থেকে ঢাকায় জরুরী ভিসার জন্য খুব সকালে একটি মাইক্রোবাসে অন্যান্যদের সাথে ৬০০ টাকা ভাড়া দিয়ে ঘাটে এসে মায়া বেগম ফেরির জন্য বসে আছেন। সৌদি আরবের যাওয়ার জন্য জরুরীভাবে আমাকে আজ ঢাকায় পৌছানোর কথা রয়েছে।
বিপরিত দিক পাটুরিয়া থেকে যারা নদী পাড়ি দিয়ে আসছেন তারাও ভোগান্তির শিকার হচ্ছেন। গাজীপুর থেকে সকালে স্ত্রীকে সাথে করে কুষ্টিয়া গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন আরিফুল ইসলাম। তিনি দুপুর ১২টার দিকে পাটুরিয়া থেকে আসা ছোট একটি ফেরিতে নদী পাড়ি দিতে গিয়ে হাপিয়ে উঠেছেন। মানুষের ভিড়ের ফেরিতে কোথাও পা ফেলার জায়গাটুকো নেই। রয়েছে হাতে ব্যাগ, জিনিসপত্র ভর্তি মাথায় লাগেজ। প্রচন্ড গরমে যেন স্বামী-স্ত্রী দুজনেই হাপিয়ে উঠেছেন।
দৌলতদিয়া ঘাটে ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরীফ উজ-জামান বলেন, সরকারের নিদের্শনা পালন করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। ঢাকামুখী যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে নিরুৎশাহিত করছি। কিন্তু মানুষ তো মানতে চায়না। যেভাবে মানুষ ছুটছে তাতে ঠেকানো মুশকিল হয়ে পড়ছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের মহা ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান সকালে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে ভোর ৬টা থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া প্রান্তে কয়েকশ শুধু ব্যক্তিগত গাড়ি নদী পারের অপেক্ষায় রয়েছে। এছাড়া অন্যান্য গাড়ি তো রয়েছে। শুধুমাত্র একটি ছোট ফেরি দিয়ে বিশেষ বিবেচনায় রোগী, লাশবাহী এ্যাম্বুলেন্স পার করছি।