স্টাফ রিপোর্টার, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় খামার যান্ত্রিকীকরণ প্রকল্পে ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) দুপুরে আনুষ্ঠানিক ভাবে কৃষক লিটন মন্ডলের হাতে মেশিনের প্রতিকী চাবি প্রদান করা হয়। কৃষক লিটন মন্ডলের বাড়ী উপজেলার কশবামাজাইল ইউপির কুঠিমালিয়াট গ্রামে।
জানা যায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ অফিসার কাজী এজাজুল করীম, রাজবাড়ী জেলা কৃষি প্রকৌশলী ড. শাহ মো. ইউসুফ আলী ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রোকনুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে। ২৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কম্বাইন হারভেস্টার মেশিনটির জন্য কৃষক ১০লাখ ৫০ হাজার টাকা সরকারী ভর্তুকি সুবিধা পেয়েছেন বলে জানা গেছে।