নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ করোনার কারণে ভালো নেই কৃষক আজগর আলী খান। খেত জুড়ে ধান পাকলেও অর্থের অভাবে শ্রমিক নিতে না পারায় নষ্ট হচ্ছিল ধান। পরে স্থানীয় কৃষকলীগ নেতাদের স্মরণাপন্ন হলে বুধবার দলীয় নেতাকর্মীদের সাথে করে তার দুই বিঘা জমির ধান কেটে দেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা নূরে আলম সিদ্দিকী হক। আজগর আলী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামের কৃষক।
আজগর আলীর মতো একই গ্রামের কৃষক আলতাফ শেখ আর্থিক সংকট থাকায় ধান কাটতে বিড়ম্বনায় পড়ছিলেন। পরে আজগর আলীর সাথে তার জমির ধানও বুধবার কেটে দেন কৃষকলীগের নেতাকর্মীরা। ধান কাটার নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা নুরে আলম সিদ্দিকী হক। বুধবার সকালে অর্ধশতাধিক দলীয় নেতাকর্মীদের সাথে করে নূরে আলম সিদ্দিকী হক ধান কাটতে থাকেন।
কৃষক আজগর আলী খান বলেন, বাড়ির কাছে দেড় বিঘা জমিতে বোরো ধান রোপন করেছিলাম। ধান পেকে গেছে, কিন্তু কাছে টাকা পয়সা নেই। একজন শ্রমিক নিতে গেলে তাকে অন্তত ৬০০ টাকা বেতন সাথে দুই বেলা খাবার দিতে হয়। সব মিলে খুবই খারাপ অবস্থার ভিতর ছিলাম। পরে কৃষকলীগের স্থানীয় নেতা মোমিন শেখ এর মাধ্যমে সমস্যার কথা আলাপ করলে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে করে ধান কাটার ব্যবস্থা করে দেন। এতে করে আমার অনেক উপকার হয়েছে। যা বলার ভাষা প্রকাশ করতে পারছি না।
ধান কাটা শেষে কৃষকলীগের নেতা নূরে আলম সিদ্দিকী হক বলেন, দেশে বর্তমানে মহামারী করোনার কারণে টালমাটাল অবস্থা। অসহায় অনেক কৃষক করোনায় ক্ষতিগ্রস্থ হয়ে ঠিকমতো শ্রমিকের জোগান দিতে পারছেন না। অনেকে অর্থনৈতিক সংকটের কারনে কাজ করতে পারছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে আমরা অসহায় কৃষকের পাকা ধান কেটে দিচ্ছি। বিশেষ করে পদ্মা বা যমুনা নদী তীরবর্তী অঞ্চল, নিচু অঞ্চলের কোন কৃষকের ধান যেন জমিতে পড়ে নষ্ট না হয়। প্রয়োজনে দলীয় নেতাকর্মীরা তাদের ধান কেটে মাড়িয়ে গোলায় তুলে দিয়ে আসবে। এক্ষেত্রে কোন কৃষককে শ্রমিকের জন্য বা অর্থনৈতিক সঙ্কটে বসে থাকতে হবে না। আজকের কর্মসূচি তারই অংশ হিসেবে। ইতিমধ্যে আমরা জেলা ভিত্তিক হট লাইন খুলেছি। আমাদের দলীয় নেতাকর্মীদের যে কারো মুঠোফোনে সমস্যার কথা জানালে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের ধান কেটে ঘরে তুলে দিবে।
এ সময় নূরে আলম সিদ্দিকী হক ছাড়াও কৃষকলীগ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক, যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন ওরফে বাবলু, গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মোমিন, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন তুষার, সদস্য সচিব হাবিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য ও কৃষকলীগ নেতা আবুল হোসেন ফকীর, পৌর কৃষকলীগের সদস্য সচিব লিটন আলী প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।