স্টাফ রিপোর্টার, পাংশাঃ জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষে রাজবাড়ীর পাংশার বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এবং আশ্রয়ন প্রকল্পের দরিদ্র মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন। এ সময় পাংশার সহকারী কমিশনার (ভুমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ হাসানাত আল মতিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান, সাংবাদিক মো. মোক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। মাদরাসার লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিক্ষক, ছাত্র এবং আশ্রয়ন প্রকল্পের দরিদ্র লোকজন পুষ্টিকর খাদ্য সামগ্রী পেয়ে খুশি হন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী বলেন, পুষ্টিকর খাদ্যগ্রহণে উৎসাহিত করতে সরকারীভাবে এ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। “খাদ্যের কথা ভাবলে,পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্যের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন ডা. মোহাম্মদ হাসানাত আল মতিন।