এ সময় তারা বলেন বৃষ্টির অভাবে জনজীবন অতিষ্ঠ, খাল-বিল নদী-নালা শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে। টিউবওয়েলে উঠছে না পানি দেখা দিয়েছে খাবার পানির সংকট। ফলে চাষাবাদ কাজেও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের ফসল সময় মত পানি দিতে না পারায় ধানে হচ্ছে না চাউল, পাট মরে যাচ্ছে। বাদামসহ অন্যান্য ফসলের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন গ্রামের কৃষকরা । গ্রামবাসীর আল্লাহর কাছে দুই হাত তুলে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।