মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড চর ধোপাখালি ও গোয়ালন্দের উজানচর ইউপির মকবুলের দোকান নামক এলাকার বাসিন্দা ও রাজবাড়ী জেলা জাকের পার্টির সাবেক সভাপতি আলী জাকের শমশেরী ডাবলু মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি সোমবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর ডায়বেটিকস হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৯ বছর।
মঙ্গলবার দুপুরে তাঁর নিজ বাড়ীতে মরহুম আলী জাকের শমশেরী ডাবলু মোল্লার জানাযা নামাজ শেষে পারবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তিনি ২০০১ সালে গোলাপ ফুল মার্কায় রাজবাড়ী-১ আসন থেকে জাকের মনোনতি প্রার্থী হিসাবে সংসদ সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। বর্তমানে বিশ্ব জাকের মঞ্জিল এর রাজবাড়ী জেলা কর্মী গ্রুপের প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন। মৃত্যু কালে তিনি ৩ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া পড়েছে।