Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. রাজনীতি

পাংশায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশাল ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ মার্চ ২০২১, ১১:০০ অপরাহ্ণ

Link Copied!

মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ীর পাংশা পৌরসভা মাঠে শনিবার বিকেলে বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাংশা উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা আ.লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন এএফএম শফীউদ্দিন (পাতা), উপজেলা আ.লীগের সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা আ.লীগের সহসভাপতি শিল্পপতি শামসুল আলম মৃধা, পাংশা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ওদুদ সরদার, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাকিল ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল হাকিম রুমী প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিল।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, কেউ ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারবেনা। অতি বাড়াবাড়ী করলে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। ষড়যন্ত্রকারীদের কঠোর হুশিয়ারী দেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আ.লীগ ও সহযোগী সকল সংগঠনকে সুসংগঠিত করতে হবে।

সমাবেশে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মোল্লা, পাংশা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, পৌর আ.লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুন্ডু, জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, আ.লীগ নেতা অনিল কুমার বিশ্বাস, সুব্রত কুমার দাস সাগর, শওকত আলী সরদার, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা