স্টাফ রিপোর্টার পাংশাঃ বিএডিসি-সেচ পাংশা জোন ম্যানেজার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিএডিসি-সেচ ভবনে এক সভায় ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এফজিআর প্রকল্প কশবামাজাইলের সুবর্নকোলা-১ এর ম্যানেজার রেজাউল করিম (রেজা মাস্টার) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এফজিআর প্রকল্প মাছপাড়ার শিহর-১ এর ম্যানেজার শহিদুল ইসলাম।
শাহ রেজাউল আলম বাবুর সভাপতিত্বে এ সংক্রান্ত সভায় বিএডিসি-সেচ দপ্তরের সহকারী প্রকৌশলী রকিব উদ্দিন ও আসিফ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও এফজিআর প্রকল্পের ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ এসোসিয়েশনের স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম জোরদার করণের মধ্যদিয়ে প্রকল্পের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।