নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রায় ৫ কেজি ৬০০ গ্রাম ওজনের পদ্মা নদীর তিনটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়। একই সঙ্গে সাড়ে ৮ কেজি ওজনের একটি কাতলা মাছ ১২ হাজার এবং ৫ কেজি ওজনের একটি আইড় মাছ বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়। সোমবার সকালে দৌলতদিয়া ঘাট বাজারে মাছগুলো বিক্রি হয়।
এর আগে রোববার সকালে সোনা হালদারের জালে প্রায় ২২ কেজি ওজনের আরেকটি কাতলা মাছ ধরা পড়ে। কাতলটি দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ২ হাজার টাকা কেজি দরে প্রায় ৪৪ হাজার টাকায় কিনেন। পরে সিলেটের শ্রীমঙ্গলের এক ব্যক্তির কাছে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত বেড়েছে। স্রোতের উজানে ছুটতে গিয়ে জেলেদের জালে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়ছে। সাথে ধরা পড়ছে পদ্মা নদীর সুস্বাদু ইলিশ মাছ। সোমবার ভোরে জেলেরা পদ্মা নদীতে জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। এসময় ফেরি ঘাটের অদূরে সালাম হালদারের জালে বড় তিনটি ইলিশ মাছ ধরা পড়ে। মাছগুলো বিক্রির জন্য ফেরি ঘাটে আনলে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ কিনেন।
দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট সংলগ্ন মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, জেলে সালাম হালদারের জালে বড় তিনটি ইলিশ মাছ ধরা খবর পেয়ে ৭নম্বর ফেরি ঘাটের অদূরে বাহির চর ছাত্তার মেম্বার পাড়ায় ছুটে যান। সালাম হালদারের নৌকা থেকে সরাসরি দরদাম করে ৪ হাজার ১০০ টাকা কেজি দরে ইলিশ তিনটি কিনেন। আড়তে ওজন দিয়ে দেখেন একটির ওজন প্রায় ২ কেজি এবং বাকি দুটির ওজন প্রায় ৩ কেজি ৬০০ গ্রাম। তাতে ইলিশ তিনটির দাম আসে প্রায় ২২ হাজার ৯৬০ টাকা। সকাল ১০টার দিকে ইলিশ তিনটি ঢাকার এক ব্যক্তির কাছে কেজি প্রতি ২০০ টাকা করে লাভে মোট ২৪ হাজার ৮০ টাকায় বিক্রি করেন। ইলিশ তিনটি পরিবহন যোগে ঢাকায় পাঠান।
শাহজাহান শেখ বলেন, ইলিশের পাশাপাশি সকালে দৌলতদিয়া ঘাট বাজার রওশন মোল্লার আড়ত ঘর থেকে নিলামে ৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনেন। কাতলটি তিনি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে প্রায় ১২ হাজার টাকায় বিক্রি করেন। সঙ্গে প্রায় ৫ কেজি ওজনের আইড় মাছ বাজারের সৈকা মোল্লার আড়ত থেকে নিলামে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ১১ হাজার ৫০০ টাকায় কিনেন। পরে ঢাকার এক ব্যক্তির কাছে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় বিক্রি করেন।