Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

রাজবাড়ীতে মামতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খাওয়া হলো না জুঁইয়ের

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ মায়ের সাথে মামাতো ভাইয়ের সুন্নতে খাৎনার দাওয়াত খেতে এসেছিল জুঁই আক্তার(৬)। অটোরিক্সা থেকে নেমে সড়কে দাঁড়ানোর পর পিছন থেকে আরেক অটোরিক্সা ধাক্কা দিলে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয় জুঁই। দ্রুত নিয়ে যাওয়া হয় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে মারা যায় জুঁই।

দুঘটনাটি ঘটে গত বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড কাটাখালী ছোটভাকলা এলাকার গোয়ালন্দ-রাজবাড়ী বেড়িবাধ সড়কের ওপর। বুধবার রাতেই শিশুটির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জুঁই রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর আলীখা পাড়ার জাহিদুল ইসলামের মেয়ে।

জুঁইয়ের মামা আলিম সরদার বলেন, বুধবার (২ এপ্রিল) তাঁর একমাত্র ছেলে জান সরদারের (৬) সুন্নতে খাৎনার অনুষ্ঠান ছিল। খাৎনা অনুষ্ঠানের দাওয়াত খেতে বড় বোন সালমা খাতুন সঙ্গে তাঁর দুই ছেলে ও মেয়ে নিয়ে আসেন। দুপুরের দিকে তাদের (আলিমের) বাড়ির সামনে অটোরিক্সা থেকে নেমে ভাড়া দিচ্ছিল। আর অটোরিক্সা থেকে নেমে জুঁই সড়কের ওপর দাঁড়িয়েছিল। এ সময় গোয়ালন্দ শহরের জামতলা থেকে আসা রাজবাড়ী সদর উপজেলার বরাটগামী আরেক অটোরিক্সা এসে পিছন থেকে ধাক্কা মারে। ছিটকে পাকা সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয় জুঁই। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ফরিদপুরের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করে। বিকেলে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় এ্যাম্বুলেন্সের ভিতর মারা যায় জুঁই।

আলিম সরদার বলেন, একদিকে তার বাড়িতে একমাত্র ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠান চলছিল। অপরদিকে বড় বোনের একমাত্র মেয়ের এমন পরিস্থিতিতে পুরো অনুষ্ঠান ভুন্ডুল হয়ে যায়। আমন্ত্রিত অতিথিদের কেউ খেয়ে কেউ না খেয়ে চলে যায়। সুন্নতে খাৎনার আনন্দ অনুষ্ঠানটি বিষাদে পরিণত হয়। আর প্রাণপ্রিয় ভাগ্নি জুঁইয়ের মরদেহ তাদের গ্রামের বালিয়াকান্দির রাজধরপুর নিয়ে গভীররাতেই পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। তবে ঘাতক অটোরিক্সা চালককে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মামলায় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে

গোয়ালন্দে নানান আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন