Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২২ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. লাইফস্টাইল
  8. আলোচিত খবর

দেশে ফিরে দেখলেন আড়ার সঙ্গে ঝুলছে স্ত্রীর লাশ; ‘পরকিয়ার বলি গৃহবধূ’

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ প্রায় সাড়ে ৮ বছর পর ইরাক থেকে দেশে ফিরেন আলামিন মন্ডল। বিমান বন্দরে নেমেও স্ত্রীর সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলেন। সঙ্গে আনেন স্ত্রী পপি বেগমের পছন্দ মতো স্বর্ণের নেকলেস, কানের দুল, আংটিসহ অনেক কিছু। বাড়ি আসবেন বলে আলামিনের যেন তর সইছেনা। কখনই ভাবতে পারেননি বাড়ি ফিরে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে হবে।

আলামিন মন্ডল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জটু মিস্ত্রি পাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বাড়ির সামনে তাদের বহনকারী মাইক্রোবাস থেকে নেমেই ঘরের পাশে বাবার কবরে আছড়ে পড়েন আলামিন। তিন বছর আগে বাবা মারা যান। বাবাকে দেখতে না পেয়ে আহাজারি করতে থাকেন। তাদের একমাত্র সন্তান ৮ম শ্রেণি পড়–য়া আদিব মন্ডল মা পপিকে ডাকতে থাকে। সারাশব্দ না পেয়ে বারান্দার ওপর দিয়ে উঁকি দিয়ে দেখতে পায় ভিতরে দরজা লাগানো। সিলিংয়ের ওপর দিয়ে ঘরে ঢুকে আদিব দরজা খুলে পাশের কক্ষে দেখতে পায় আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়েছে মা। আদিব চিৎকার দিলে আলামিন মন্ডলসহ পরিবারের সবাই পপির ঝুলন্ত লাশ উদ্ধার করেন। কিছুক্ষণ আগেও যার সঙ্গে ফোনে কথা হয়, বাড়ি ফিরে দেখেন স্ত্রীর ঝুলন্ত লাশ। এ যেন সিনেমার গল্প। কোনভাবেই স্ত্রীর আত্মহত্যা মেনে নিতে পারছেননা।

শুক্রবার সকালে আলামিন মন্ডলের বাড়িতে দেখা যায়, বাড়ির সামনে রাস্তায় অনেক মানুষজন দাঁড়িয়ে আছেন। তাদের মুখে মৃত্যু নিয়ে নানা জল্পনা। বাড়ির উঠানে লাশের গোসল করাতে এনে রাখা হয়েছে খাটিয়া। ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন মানুষজন।

আলামিনের চাচাতো ভাই রফিক মন্ডল বলেন, আলামিনরা দুই ভাইসহ আমাদের চার ভাই ইরাক থাকে। ইরাক যাওয়ার ৫ বছর আগে বিয়ে করে আলামিন। ছেলে আদিবকে রেখে আলামিন সাড়ে ৮ বছর আগে ইরাক যায়। স্ত্রী যখন যা বলতো আলামিন তাই করতো, তার কথামতো চলতো। বুধবার রাতে সবাই বিমান বন্দরে আলামিনকে আনতে যায়। বাড়িতে পপিসহ চাচাতো ভাইয়ের স্ত্রী তাছলিমা ও নানিকে রেখে যান। শোনা যাচ্ছে সুলতান নামের একজনের সঙ্গে পপির পরকিয়া ছিল।

ছেলে আদিব মন্ডল জানায়, পাশের কাওয়ালজানি গ্রামের সুলতান নামের অটোরিক্সা চালকের সঙ্গে মা প্রতিদিন ফোনে কথা বলতো। বাবার বাড়ি আসা নিয়ে কয়েকদিন আগে মায়ের সঙ্গে সুলতান অনেক খারাপ ব্যবহার করে। এরপর থেকে মার মন খারাপ ছিল। প্রতিদিন কান্নাকাটি করতো। বুধবার বিকেলে মা আমাকে পাশের বাজার থেকে মুরগি আনার কথা বলে বাইরে যায়। কিছুক্ষণ পর বাড়ি ফেরার পর থেকে বেশি মন খারাপ দেখি। এরপর মাকে রেখেই আমরা সবাই বিমান বন্দরে যাই।

আলামিন মন্ডল বলেন, স্ত্রী পপি যখন যা চেয়েছে তাই দিয়েছি। আসার সময় স্বর্ণের নেকলেস, কানের দুল, আংটি সেট চেয়েছিল বলে ভিডিও কলে তার পছন্দে কিনেছি। আমার সাথে সুন্দরভাবে কথা বলতো। বিমান বন্দরে নেমেও ভিডিও কলে কথা বলেছি। মোবাইলের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যাওয়ায় আর কথা হয়নি। অনেক স্বপ্ন নিয়ে বাড়ি ফিরেই স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে হলো। সুলতান নামের একজনের সঙ্গে পরকিয়ার কথা শুনতে পাচ্ছি। তবে মৃত্যুর সঠিক কারন বলতে পারছিনা।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, সুরতহাল শেষে বৃহস্পতিবার রাতেই ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন বলা যাবে। প্রাথমিকভাবে জেনেছি দীর্ঘদিন পর স্বামী দেশে ফিরছেন। পরিবারের সকলে বিমান বন্দরে গেলেও তাকে না নেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে। পরকিয়ার কোন অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে উদীচীর দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিতঃ সভাপতি শংকর-সম্পাদক এজাজ

আইনজীবিকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৯ মাস পর এসআইসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

দেশে ফিরে দেখলেন আড়ার সঙ্গে ঝুলছে স্ত্রীর লাশ; ‘পরকিয়ার বলি গৃহবধূ’

রাজবাড়ীতে শেষ হলো তিনদিন ব্যাপী কৃষি মেলা

সাড়ে ৮বছর পর বিদেশ থেকে ফিরে দেখেন ঘরের আড়ার সাথে ঝুলছে স্ত্রীর লাশ

রাজবাড়ীতে আইফোনের বিজ্ঞাপন দেখিয়ে পৌনে তিন লাখ টাকা আদায়, প্রতারক গ্রেপ্তার

রাজবাড়ীতে বিএনপির জনসভাঃ আ.লীগের ছেলেদের মায়ের কোলে থাকার অনুরোধ

ফরিদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেল ফরিদপুরের বিশিষ্ট চার আলেম

জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ‍্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভা অনুর্ধ্ব-১৭ দল

খানখানাপুরে ডিবির অভিযানে ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে অজ্ঞাত নারী যাত্রী নিখোঁজ