নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি দল রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা ও গাঁজা সহ দুই জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোয়েন্দা পুলিশের দল সোমবার বিকেলে জেলার গোয়ালন্দ পৌরসভার সাখের ফকির পাড়ায় অভিযান চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম গাঁজার বড় এক টুপালাসহ মো. হারুণ বিশ্বাস (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। সে গোয়ালন্দ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড সাখের ফকির পাড়ার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
এর আগে সোমবার ভোররাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স নামক পরিবহনে সদর থানা এলাকায় অভিযান চালায়। এসময় বাসে থাকা মো. ফাহিম ফয়সাল ওরফে জিম (২২) নামের এক বাস যাত্রী পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে ৩৭ লাখ টাকা মূল্যমানের আমেরিকান ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, দুবাই দিরহাম, অষ্ট্রেলিয়ান ডলার, ইউরো, কুয়েতি দিনার, বাহরাইনের মুদ্রা, সিঙ্গাপুরি ডলার, ব্রুনাইয়ের ডলার, কাতারের মুদ্রা, ভারতীয় মুদ্রা রুপি উদ্ধার করে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক থানায় দুটি মামলা দায়ের শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।