শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ী গোয়ালন্দে একটি স্কুলের বার্ষিক পরিক্ষার ষষ্ঠ শ্রেনী হতে নবম শ্রেণির শিক্ষার্থীদের জীবন ও জীবিকা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ জন দুস্থ্যদের মাত্র ২০ টাকার বিনিময়ে খাবার খাইয়েছে শিক্ষার্থীরা। তবে যাদের কাছে টাকা নাই তাদেরকে বিনামূল্যে খাইয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে গোয়ালন্দ শহরের সানসাইন কলেজিয়েট স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
খাবারের তালিকায় ছিল সাদা ভাত, ডিম ভুনা, সবজি, ডাল ও এক বোতল পানি। খাবারগুলো প্যাকেটজাত করে দুস্হ্যদের হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে বিদ্যালয় ক্যাম্পাসে বাবুর্চিদের সাথে রান্নার কাজেও সহায়তা করেন শিক্ষার্থীরা। এর সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্কুল কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন বলেন, জীবন ও জীবিকা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীরা নিজেরাই বাজেট প্রনয়ন, বাজার সদাই করা, বাবুর্চিদের সাথে থেকে রান্না করা এবং দুস্হ্যদের হাতে খাবার তুলে দেয়। এক্ষেত্রে নামমাত্র অর্থে মাত ২০ টাকার বিনিময়ে খাবার তুলে দপওয়া হয়। এক্ষেত্রে যাদের টাকা ছিল না তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এর মাধ্যমে একাডেমিক পড়ালেখার পাশাপাশি তারা মানব সেবায় উদ্বুদ্ধ হতে পারবে। স্কুল কতৃপক্ষ তাদের পাশে থেকে এ কাজে সার্বিকভাবে সহায়তা করেছে।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া আক্তার জারা ও তানজিদ ওয়াসিক সীমান্ত জানান, আজকে এই ব্যাতিক্রমধর্মী ব্যবহারিক কাজের সাথে যুক্ত হতে পেরে তারা অনেক অনন্দিত। এর মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাব।
বিদ্যালয় ভবন মালিক ফজলুল হক ডাবলু বলেন, সানসাইন কলেজিয়েট স্কুল মাঝেমধ্যে ভিন্নমাত্রায় অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিছুদিন আগে কাঁচাবাজার করতে সাধারণ মানুষ যখন হিমশিম খাচ্ছিল তখন এই বিদ্যালয় থেকে অনেক কমমূল্যে সবজি বিক্রি করেন। আজ আবার নামমাত্র মূল্যে এক বেলার খাবারের ব্যবস্থা করেছে। যা অনেক প্রশংসা কুড়িয়েছে।