হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার তালতলা এলাকায় রসুন খেত থেকে কদম আলী শেখ (৫৭) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার ঠান্ডু মৃধার রসুন খেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত কদম আলী শেখ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া শিকদার পাড়ার মৃত ওসমান গণি শেখের ছেলে।
নিহত কদম আলীর ছেলে আবজাল শেখ জানান, সোমবার বিকেলে তার বাবা উপজেলার পশ্চিম হরিণবাড়িয়া বাজারে মূলা ও ধনিয়াপাতা বিক্রি করতে যান। রাত হয়ে গেলেও তার বাবা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করতে বের হন। এক পর্যায়ে রাত ১১টার দিকে কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার ঠান্ডু মৃধার রসুন খেতে তার বাবার লাশটি পাওয়া যায়। ওই রসুন খেতের ভেতর দিয়েই তাদের বাড়ি থেকে পশ্চিম হরিণবাড়িয়া বাজারে যাতায়াতের রাস্তা রয়েছে। রাস্তা থেকে ৪-৫ হাত দূরেই খেতের মধ্যে লাশটি পাওয়া যায়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মধ্যরাতেই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ছেলে আবজাল শেখের দাবি তার বাবাকে হত্যা করা হয়েছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, সোমবার রাত ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল থেকে কৃষক কদম আলীর লাশের সুরতহাল করে ভোরের দিকে থানায় আনে। তার পরিবারের সদস্যদের দাবি, কৃষক কদম আলী শেখকে হত্যা করা হয়েছে। আমরা তার শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখতে পাইনি। এ ব্যাপারে কালুখালী থানায় একটি অপমৃত্যু (ইউডি) রেকর্ড করা হয়েছে।
ওসি আরো বলেন, লাশটি ময়না তদন্তের জন্য আজ মঙ্গলবার রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। হত্যার আলামত পাওয়া গেলে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।